• খাদিকুলে যাচ্ছেন মমতা
    বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
      

  • কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার
    কুড়মি বিক্ষোভ ঘিরে ধুনধুমার ঝাড়গ্রামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গা়ড়ি পেরিয়ে যেতেই মুহূর্মুহু ইটবৃষ্টি। ভাঙল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ। বাঁশ, লাঠি নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলা, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। অস্বীকার কুড়মিদের। 

  • অভিষেকের অস্বস্তি বহাল
    সিবিআই-ইডির জিজ্ঞাসাবাদ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ বা কোনও রক্ষাকবচ দিল না সর্বোচ্চ আদালত। তবে ২৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


  • 'অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই'
    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনলেও তাঁর সঙ্গে ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। ইডির প্রশ্নে এমনটাই দাবি করেছেন কুন্তল ঘোষ। খবর সূত্রের। অভিষেকের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত বক্তব্য তিনি টিভিতে দেখেননি। পরের দিন কাগজে পড়েছিলেন বলে দাবি করেছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। খবর সূত্রের।

  • সুকন্যার জামিন-রায় স্থগিত
    বাবা অনুব্রত মণ্ডলের বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডলও। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই দাবি করে কেষ্ট-কন্য়ার জামিনের আবেদনের বিরোধিতা করল ইডি। পরবর্তী শুনানি পর্যন্ত রায় দান স্থগিত রেখেছে আদালত।


  • ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ধৃত ২
    ব্য়ারাকপুরে হাড়হিমকরা হত্য়াকাণ্ডের দেড়দিন পর, ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, রহড়া থেকে সফি খান ও বীরভূমের মুরারই থেকে জামশেদ আনসারিকে গ্রেফতার করা হয়েছে। আরও ২ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।


  • নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা
    আজ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবজোয়ার যাত্রার দশম দিনে মালদার ইংরেজবাজারে যৌথ সভা করেন মমতা ও অভিষেক। এরপর নবজোয়ারের ৩১ তম দিনে ফের মমতা ও অভিষেক একসঙ্গে সভা করবেন। 

  • গতির বলি দুই
    ফের বেপরোয়া গতির বলি দুই। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আহত হন ৩ জন। গতকাল রাত ৯টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।

  • মা উড়ালপুলে ফের দুর্ঘটনা
    মা উড়ালপুলে দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় ব্রেক ফেল করে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। চালক ও আরোহীরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর পুলিশ সূত্রে। দুর্ঘটনার জেরে মা উড়ালপুলের একটি লেনে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়।