সত্যজিৎ বৈদ্য, সুনীত হালদার, কলকাতা: কাজের দিনের সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন। এই মুহূর্তে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে আগুন লাগে। গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। 


এবিপি আনন্দর প্রতিনিধি জানান, এলাকা ঘিঞ্জি হওয়ার ফলে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, সকালবেলা হঠাৎ করেই তাঁরা দেখেন, গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। তারপরেই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে গোডাউন। আশপাশে বসতি এবং আরও কিছু কারখানা থাকায় আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে এই কারখানায় অ্য়ালুমিনিয়ামের দরজা-জানলার ফ্রেম তৈরি হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা। একে ঘিঞ্জি এলাকা, তার ওপর সরু রাস্তা, ফলে আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।  শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখা যায়। এরপরে আগুন নেভাতে এসে একটা সময়ে দমকলের জল ফুরিয়ে যায়। জলের ঘাটতি মেটাতে গিয়ে সামান্য দেরি হয়ে যায় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় কাউন্সিলর।


অন্যদিকে কেবল একটি নয়, আজ জোড়া অগ্নিকাণ্ড দেখল শহর। হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়েছে। সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানজুড়ে। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে। 


আরও পড়ুন: Jaya Bachchan: কেন ছবিশিকারীদের দেখলেই এত বিরক্ত হন জয়া বচ্চন? জানেন আসল কারণটা কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।