শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গতবছর উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনার পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবারও ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। এবার কোচবিহার। বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল।
কেন এড়ানো গেল না সংঘর্ষ?
সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি বেশিরকম ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, রেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দুই জন শিশু। একজনের মাথা ফেটে গিয়েছে বলে খবর। আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার ব্যবস্থা করে রেল পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট করেনি রেল। সকালেই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ কর্তারা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। গত বছরে একাধিক রেল দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে ।
অতীতের রেল দুর্ঘটনা
গত নভেম্বর মাসে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা। গাড়ির গতি কম ও LHB কোচ থাকায় রক্ষা পান যাত্রীরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করে রেল। গত কয়েক মাসে পরপর রেল দুর্ঘটনা ঘটেছে বাংলায়। ফলে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা।
| তারিখ | রেল দুর্ঘটনা |
| ১০ অক্টোবর, ২০২৪ | তামিলনাড়ুর তিরুভাল্লুরে মালগাড়িতে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের, আহত ১৯ |
| ৩১ জুলাই, ২০২৪ | চক্রধরপুরে মালগাড়িতে ধাক্কা মেরে বেলাইন হাওড়া-মুম্বই CSMT মেল, মৃত ২ |
| ৩০ জুলাই, ২০২৪ | হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা মৃত ২ |
| ১৯ জুলাই, ২০২৪ | গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ২ |
| ১৭ জুন, ২০২৪ | ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত ১০ |
| ২ জুন, ২০২৩ | করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ২৯৬ |
| ১১ অক্টোবর, ২০২৩ | দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৫ |