Kanchanjunga Express Accident LIVE: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, কোথায় সুরক্ষা?
Kanchanjunga Express LIVE Updates: যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। কোথায় সুরক্ষা? কেন্দ্রের অবহেলাই দায়ী, অভিযোগ বিরোধীদের। রেলমন্ত্রীর ইস্তফার দাবি।
এনজেপি ছাড়ার পরেই ভয়াবহ দুর্ঘটনা। পিছন থেকে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা। ঘাতক মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠল বগি।
একবছরের মাথায় বালেশ্বরকাণ্ডের দুঃস্বপ্ন ফিরল শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। চালক, ২ রেলকর্মী-সহ ৯জনের মৃত্যু, আহত ৬০।
এক বছর আগে ঠিক এই জুন মাসেই ঘটে গিয়েছিল এমনই এক ভয়াবহ রেল দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় ৩০০ জনের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা উস্কে দিল সেই স্মৃতিই।
দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার শপথ নেওয়া রেলের পথেই, ফের মৃত্যু মিছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাঁরা কপালজোরে বেঁচে গেলেন তাঁদের অভিজ্ঞতা শুনলে শিউরে উঠতে হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনেই। শরীরে আঘাত, সঙ্গী সীমাহীন আতঙ্ক। মিলল না জলটুকুও।
ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস বা 'কবচ'। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিল না LHB কোচও। ফাঁসিদেওয়ার নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে মালগাড়ি ধাক্কা মারার পরই, চাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি বগি। ছিটকে পাশের লাইনে গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি জেনারেল বগি।
ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দায় কার? তা নিয়ে রাজনৈতিক তরজা এখন সপ্তমে। সোমবার রেলকে অভিভাবকহীন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। এদিন সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। বিকেলে পৌঁছন মুখ্য়মন্ত্রী। একই বিমানে উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার এবং সস্ত্রীক রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।
কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা
শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা। এসেই উত্তরবঙ্গ মেডিক্যালে আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। গাফিলতির অভিযোগে কেন্দ্রকে তীব্র আক্রমণ।
সাতসকালে এবার ফাঁসিদেওয়ায় রেল দুর্ঘটনা, মৃত বেড়ে ৯
বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে পাল্টি খেল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা। মৃত্যু হল অন্তত ৯ জনের। চালকের দোষ নাকি সিগনালিং সিস্টেম ত্রুটিপূর্ণ ছিল? উঠছে প্রশ্ন।
দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীদের সঙ্গেও। অন্যদিকে দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য কলকাতা থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। পৌঁছলেন বাগডোগরায়। যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও, সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ম্যানুয়াল মেমো-বিভ্রাট না মালগাড়ির চালকের ভুল, কীভাবে রেল দুর্ঘটনা?
মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাথমিক অনুমান রেলের। মোদি সরকারের অবহেলার কারণেই দুর্ঘটনা, অভিযোগ বিরোধীদের। রেলমন্ত্রীর ইস্তফা দাবি।
। ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। একই লাইনে বারবার কী করে দুই ট্রেন? কাজ করেনি কবচ? উঠছে প্রশ্ন।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানে ছিলেন শঙ্করমোহন দাস। অবসরের পর এক্সটেনশনে ছিলেন ফুলবাগানের বাসিন্দা ৬১ বছরের এই রেল কর্মী। সকাল ৭টা নাগাদ স্ত্রীকে ফোন করে জানান, বাড়ি ফিরছেন। দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ফোন করা হয়। ততক্ষণে সব শেষ। বেজেই গিয়েছে মোবাইল ফোন, ও প্রান্ত থেকে সাড়া মেলেনি। ফুলবাগানের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলে ও তাঁর পরিবার।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় প্রধানমন্ত্রীর, আক্রমণে রাহুল গাঁধীর। 'গত ১০ বছরে বারবার রেল দুর্ঘটনা অব্যবস্থার কারণেই। মোদি সরকারের অবহেলার কারণেই বারবার দুর্ঘটনা', সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর
ক্ষতিগ্রস্ত কামরা রেখে বাকি বগিগুলি নিয়ে শিয়ালদার দিকে রওনা দিল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, যাত্রী সুরক্ষা কোথায়?
একবছরের মাথায় ফিরল বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা, ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও মালগাড়ির চালক বিশাল মিশ্র। আহত হন ৪১ জন। দুর্ঘটনাগ্রস্ত কামারগুলির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের।মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। বারবার রেল দুর্ঘটনার দায় কার? দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'এই দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ২.৫ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের জন্য ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।"
গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বগি কেটে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। যাচ্ছেন মুখ্যমন্ত্রীও।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের। উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যাহত। একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন। খোলা হয়েছে হেল্পলাইন।
শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে।
ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'পশ্চিমবঙ্গের এই রেল দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক', শোকপ্রকাশ মোদির
৩টি কামরা লাইনচ্যুত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও মালগাড়ির চালক বিশাল মিশ্র। আহত হন ৪১ জন। দুর্ঘটনাগ্রস্ত কামারগুলির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু। ২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু। ১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০। ২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে। ১৩ জনের মৃত্যু, আহত ৫০।
লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। অন্তত ৬ জনের মৃত্যু, আহত ৪১ জন
ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির খবর গভীর বেদনার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল। এই মর্মান্তিক মৃত্যু কাম্য নয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ত্রাণ ও উদ্ধার অভিযানে দ্রুততার সঙ্গে হোক।
দেশলাইন বাক্সের মতো দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় বড় ক্ষয়ক্ষতি, প্রাণহানির আশঙ্কা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধারকাজ । গ্যাসকাটার দিয়ে দরজা ভেঙে ড্রাইভারদের উদ্ধারের চেষ্টা
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা, ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে মালগাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তিনি জানিয়েছেন।
একবছরের মাথায় ফিরল বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা, ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে মালগাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত।
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল
033-23508794, 033-23833326.
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243
উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235,
ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228.
কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795
অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623.
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179.
ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। অন্তত ৫ জনের মৃত্যু, আহত ২৫ থেকে ৩০ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বর চালু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, NFR জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। উদ্ধার তৎপরতা চলছে যুদ্ধকালীন পর্যায়ে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ নিবিড় সমন্বয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল দুর্ঘটনায় বাড়তে পারে প্রাণহানির আশঙ্কা। ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনে চালু হেল্পলাইন নম্বর। নম্বর দুটি হল- 033-23508794/ 033-23833326
'দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত। শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুল্যান্স দুর্ঘনাস্থলে পৌঁছেছে', যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। লাইনচ্যুত ৩টি বগি। মৃত অন্তত ৫। আহত অন্তত ৩০।
শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। মানুষের ভুল নাকি যন্ত্রের ত্রুটি, ফের উঠল প্রশ্ন।
শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত। দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি কামরাই। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত।
প্রেক্ষাপট
জলপাইগুড়ি: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। লাইনচ্যুত ৩টি বগি। মৃত অন্তত ৮। আহত অন্তত ৪১। ক্ষতিগ্রস্ত কামরা রেখে বাকি বগিগুলি নিয়ে শিয়ালদার দিকে রওনা দিল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -