Kanchanjunga Express Accident LIVE: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, কোথায় সুরক্ষা?

Kanchanjunga Express LIVE Updates: যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ABP Ananda Last Updated: 17 Jun 2024 11:23 PM

প্রেক্ষাপট

জলপাইগুড়ি: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। লাইনচ্যুত ৩টি বগি। মৃত অন্তত ৮। আহত অন্তত ৪১। ক্ষতিগ্রস্ত...More

Kanchenjunga Express Train Accident LIVE Updates: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, কোথায় সুরক্ষা?

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। কোথায় সুরক্ষা? কেন্দ্রের অবহেলাই দায়ী, অভিযোগ বিরোধীদের। রেলমন্ত্রীর ইস্তফার দাবি।