অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শনি ও রবিবার শিয়ালদা (Sealdah) শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দমদম স্টেশনে লাইন মেরামতির জন্য ওই দুদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যার জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা।
কবে থেকে বাতিল ট্রেন?
শনিবার রাত সাড়ে ৯টা থেকে লাইন মেরামতির কাজ চলবে। রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। এই দুদিন শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।
শনিবার কোন কোন ট্রেন বাতিল?
- শিয়ালদা থেকে বাতিল: 33857,33861,32247
- বনগাঁ থেকে বাতিল: 33854, 33858
- ডানকুনি থেকে বাতিল: 32250
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
- শিয়ালদা থেকে বাতিল: 33815, 33819, 33821,33651, 33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431
- বনগাঁ থেকে বাতিল: 33816, 33820, 33822
- হাবরা থেকে বাতিল: 33652, 33654
- হাসনাবাদ থেকে বাতিল: 33512, 33516
- ডানকুনি থেকে বাতিল: 32214, 32218, 32222
- দত্তপুকুর থেকে বাতিল: 33612, 33616
- বারাসাত থেকে বাতিল: 33432
অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ১৬ জুলাই 33357 বারাসাত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটের পরিবর্তে বারাসাত থেকে ৮টা ১০ মিনিটে ছাড়বে।
এর আগে চলতি মাসেই লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়। একাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত বা রুট বদল করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যায়, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সিগন্যাল মেরামতি ও হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি শাখায় ইন্টিগ্রেটেড মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ১ এবং ২ জুলাই বাতিল করা হয়েছিল। হাওড়া ও শিয়ালদা ছাড়াও বর্ধমান, রামপুরহাট, আরামবাগ, ব্যান্ডেল, কাটোয়া, ডানকুনি, তারকেশ্বর, গোঘাট থেক একাধিক লোকাল বাতিল করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছিল বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন