সুনীত হালদার, হাওড়া: সপ্তাহান্তে ধাক্কা (disruption) খেল ট্রেন চলাচল (train service)। চেঙ্গাইল স্টেশনের কাছে ডাউনলাইনে দক্ষিণ পূর্ব রেলের (south eastern rail) হাওড়া খড়গপুর শাখায় ট্রেন (Howrah Kharagpur Line) চলাচল ব্যাহত হয় এদিন। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনাটি ঘটে। 


কী হয়েছে?
রেল সূত্রে খবর, ডাউন লাইনে মেরামতির কাজ করছিলেন রেল কর্মীরা। সামান্য বেঁকে যাওয়া লাইন সোজা করার চলছিল এদিন সকালে। সেই সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে বিপত্তি ঘটে। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতার রেল লাইন মেরামতির কাজ চলছে। ডাউনের ট্রেনগুলিকে মিডল লাইন দিয়ে পাস করানো হচ্ছে। কয়েক দিন আগেই হাবড়ায় রেললাইন লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে ট্রেন চলাচল ব্যাহত হয়। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। ঘণ্টাদুয়েক পেরিয়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণের বাইরে ছিল বিধ্বংসী আগুন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল। সঙ্গে হাত লাগান ঝুপড়ির বাসিন্দারাও। প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা এতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে যে বনগাঁ-শিয়ালদা শাখার আপ ও ডাউন লাইনে সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই ঘটনার জেরে শহরতলির একাধিক স্টেশনে আটকে পড়েন অফিস ফেরত যাত্রীরা। তার আগে, নভেম্বরের শেষ দিনেও দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রীদের।


ভোগান্তি নভেম্বরেও...
শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছিল কারশেডগামী একটি ট্রেন। ক্ষতিগ্রস্ত হয় চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। বরাতজোরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে লোকাল ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। এর ফলে চরমে ওঠে দুর্ভোগ। রেল লাইন ধরেই হাঁটতে শুরু করেন যাত্রীরা। দুর্ভোগে পড়েন বয়স্ক মানুষজন ও শিশুরা।


আরও পড়ুন:নবান্নে মুখোমুখি হচ্ছেন মমতা-অমিত, ওদিকে নদিয়ায় ঝড় তুলতে তৈরি অভিষেক