রুমা পাল, হাওড়া : ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপন্ন হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন (Acharya Jagadish Chandra Bose Indian Botanical Garden is located at Shivpur)। লঞ্চে করে গঙ্গাবক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।


‘গ্রেট ব্যানিয়ান ট্রি’র জন্য শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সুখ্যাতি বিশ্বজোড়া। কিন্তু, ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপন্ন হতে চলেছে এই জাতীয় উদ্যান। বেশ কিছু জায়গাতেই নেই ফেনসিং।  যার জেরে ভাঙনের ফলে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে বহু গাছ। 


আরও পড়ুন: MCD Polls: কৌশলেই প্রতিপক্ষকে মাত কেজরীর, ১৫ বছর পর বিজেপি-র হাতছাড়া দিল্লি পৌরসভা


যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশ কর্মীদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার গঙ্গাবক্ষ থেকে লঞ্চে চড়ে বোটানিক্যাল গার্ডেনের পরিস্থিতি খতিয়ে দেখেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। 


পরিবেশ কর্মী সুভাষ দত্ত বলেন, ' ১ কিমির গার্ডেনের অংশ বিপর্যস্ত ... হাওড়া শহরের অনেকটা অংশ গঙ্গাবক্ষে চলে যাবার আশঙ্কা থাকছে। আদালতের দ্বারস্থ হয়ে বিশেষজ্ঞ কমিটির গঠন করে বাঁচনোর প্রক্রিয়া ঠিক করতে হবে। ' 


গঙ্গার গ্রাস থেকে এই ঐতিহ্যবাহী উদ্যানকে রক্ষা করতে এখন কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। 

বোট্যানিক্যাল গার্ডেন 


ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এখন আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান নামে পরিচিত। গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়ার শিবপুরে ইংরেজ আমলে তৈরি হয়েছিল এই ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। এক সময় এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত হলেও প্রতিষ্ঠাকালে এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়েল বোটানিক্যাল গার্ডেন নামে প্রসিদ্ধ ছিল। 


বিরাট এই  উদ্যান ২৭৩ একর আয়তনবিশিষ্ট । এখনও বহু পড়ুয়া ও পরিবেশপ্রেমীর আকর্ষণ এটি। আবার কলকারখানা সর্বস্ব হাওড়া শহরের ফুসফুসও বটে।  এই উদ্যানে বর্তমানে মোট ১৪০০ প্রজাতির প্রায় ১৭,০০০টি গাছ রয়েছে। এই উদ্যানটি সাধারণ মানুষের কাছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। এই উদ্যানের সব থেকে বড় আকর্ষণ ২০০ বছরেরও প্রাচীন বটগাছ।