কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
এবার কমিশনের দ্বারস্থ তৃণমূল: রাজ্যে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে থেকেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার এনিয়ে কোর কমিটির বৈঠকও সেরে ফেলেছে শাসক দল। আর এদিনই ভুয়ো ভোটার নিয়ে নালিশ ঠুকতে নির্বাচন কমিশনে পৌঁছে গেল তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদাররা। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা বলেছি ভিনরাজ্যের ভোটাররা এখানে ডবল এন্ট্রি করে ভোটার হচ্ছে। আগে ভোটার কার্ড বিধানসভা লোকসভা উল্লেখ করে হত।'' ভুয়ো ভোটার নিয়ে বারবার অভিযোগ করা হলেও বিজেপির অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে ফের অভিযোগ তুলল তৃণমূল। এদিন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "এটা বিজেপিকে সুবিধা দিতে। নির্বাচন কমিশন নিষ্ক্রিয়।''
এর আগে তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকা প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা। অর্থাৎ ২০২৬-র বিধানসভা নির্বাচনে বড় ইস্য়ু হতে চলেছে ভূতুড়ে ভোট। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "এটা পিসি ভাইপোর কৌশল, এইসব বলে ঘেঁটে দিচ্ছে.. ২১- এই তো এই লিস্টে জিতে এসেছিল এখন কেন আপত্তি।'' তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অধীর চৌধুরীও। প্রাক্তন প্রদেশ সভাপতি বলছেন, "তৃণমূল এই ভূতুড়ে ভোটার ভোট, জাল ভোট, এগুলোর ফ্য়াক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে।''
'ভূতুড়ে' ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযানে নেমেছে তৃণমূল। 'ভূতুড়ে' ভোটার খুঁজতে এদিনই তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে বসে। কোর কমিটির প্রথম বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ মার্চ আলাদা বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভিডিও কনফারেন্সে জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন অভিষেক।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন, উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য