সমীরণ পাল, গাইঘাটা: হাবড়ার পর এবার গাইঘাটা থানায় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। ভোটের নামে প্রহসনের অভিযোগে ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে বিডিও, মহকুমা শাসকদের পিঁপড়ে, আরশোলার মতো পিষে মারার হুঁশিয়ারি দেন গাইঘাটার বিজেপি বিধায়ক। গতকাল গাইঘাটা থানায় বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী রাহুল মণ্ডল।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, যেভাবে বিডিও, মহকুমা শাসক, পুলিশ আধিকারিকদের কুরুচিকর আক্রমণ করা হয়েছে, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এর আগে হাবড়া থানায় বিজেপি বিধায়ক (BJP MLA) সুব্রত ঠাকুরের (Subrata Thakur) বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূলের (TMC) হাবড়া (Habra) শহর সভাপতি সীতাংশু দাস। 


বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে বিডিও, মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি (BJP) বিধায়ক সুব্রত ঠাকুর (Subrata Thakur)। সেই ঘটনায়, গতকালই গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।                                                                                                


ভোট-সন্ত্রাসের প্রেক্ষিতে BDO এবং মহকুমা শাসকদের হুমকির ঘটনায় গাইঘাটার বিজেপি বিধায়ক এবং মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। ২১ জুলাই, হাবড়া ১ নম্বর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে বিডিও, মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল গাইঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ করলেন, তৃণমূলের হাবড়া শহর সভাপতি সীতাংশু দাস। পুলিশ সূত্রে দাবি, গাইঘাটার (Gaighata) বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।                        


আরও পড়ুন: Bogtui Fire:অল্প দিনের ব্যবধানে দু'বার তৃণমূল কর্মীর বাড়িতে 'আগুন লাগানোর চেষ্টা' , অভিযোগে শোরগোল বগটুইয়ে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial