মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোট মিটতেই কর্মীদের উদ্দেশে বড় বার্তা দিলেন পশ্চিম বর্ধমানের (West Burdwan) তৃণমূল (TMC) সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জয়ী প্রার্থীদের জন্য এই বার্তা দেন তিনি।
উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা চুরি করা চলবে না। পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের এই বার্তা দিলেন জেলার তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
সোমবার কাঁকসায় দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানেই নরেন্দ্রনাথ বলেন, উন্নয়নের টাকা চুরি রুখতে হবে, কারণ তৃণমূল আর তাদের দখলে থাকা কোনও পঞ্চায়েত, চুরির জায়গা নয়। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন লুঠ করুক, এরপর তো সরকারই পড়ে যাবে। পাল্টা কটাক্ষ করে বললেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি।
এদিকে, আসানসোল কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি। সর্বোচ্চ আদালত আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর আগাম জামিন মঞ্জুর করেছে।
আরও পড়ুন, প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির
চৈতালির পাশাপাশি, বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও বিজেপি যুব মোর্চার নেতা তেজনারায়ণ সিংয়েরও আগাম জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মাসচারেক আগে সর্বোচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানান জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি-সহ ৩ জন। সুপ্রিম কোর্ট তাঁদের রক্ষাকবচ দেয়।
গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোলে চৈতালির ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক বালিকা-সহ ৩ জনের। ওই ঘটনায় চৈতালি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন