অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পিচ রাস্তা খুঁড়ে, সরকারি জমিতেই তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। হালতুতে এমনই অভিযোগ তুলল বিজেপি। যদিও তৃণমূলের দাবি, নির্মীয়মাণ পার্টি অফিসটি একটি জঞ্জাল ফেলার জায়গায় তৈরি করা হচ্ছে। এ নিয়ে শুরু হয়েছে দু’পক্ষের চাপানউতোর।


তৃণমূলের নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে। তার জন্য কেটে দেওয়া হয়েছে পিচ রাস্তা। কলকাতার হালতুর উত্তর পূর্বাচলে এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই হল কলকাতা পুরসভার ১০৬ ওয়ার্ডের সেই এলাকা। 


এখানেই নতুন করে তৈরি করা হচ্ছে শাসকদলের ওয়ার্ড অফিস। দেখা যাচ্ছে, নির্মীয়মাণ পার্টি অফিসের ঢালাই হওয়া দুটি পিলারের মধ্যবর্তী একটা অংশের আশেপাশে, পিচ খোঁড়া অবস্থায় রয়েছে। এখন যেখানে নতুন পার্টি অফিসটি তৈরি হচ্ছে, ঠিক তার উল্টোদিকেই রয়েছে তৃণমূলের পুরনো পার্টি অফিস।


এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলেছে বিজেপি। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের  বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, আমরা যা জেনেছি, পিচ রাস্তা ভেঙে বানাচ্ছে। আগে পার্টি অফিস ছিল ইরিগেশনের জমিতে, এখন করছে কর্পোরেশনের জমিতে। প্রাইভেট হলে কাগজ কোথায়? ও তো নিজেই নিজেকে ঠাকুর ভাবে।


তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় খাল পারের সৌন্দর্যায়ন শুরু হয়েছে। তাই তারা তাদের পুরনো পার্টি অফিসটি সরিয়ে ফেলছে। আর যে জায়গায় নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে, সেটি আদতে একটি জঞ্জাল ফেলার জায়গা!


কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিত্‍ দাস ঠাকুরের কথায়, সরকারি জমিতে পার্টি অফিস না রাখার কথা বলেছিলেন মমতা। এটা অনেক দিনের পুরনো। আমরা রাস্তার উল্টো দিকে নিয়ে যাচ্ছি। সেখানে আগে জঞ্জাল ফেলার জায়গা ছিল। রাস্তা চওড়াই হচ্ছে। বাজে অভিযোগ করা হচ্ছে। 


রাস্তার এপার আর ওপার! একদিকে, তুলে দেওয়ার অপেক্ষায় পুরনো অফিস! উল্টোপারে, নির্মীয়মাণ নতুন পার্টি অফিস। তৃণমূলের এই দুটি পার্টি অফিস ঘিরেই এখন তরজা।