ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, কলকাতা: সওয়া দু'কোটি টাকা মুক্তিপণ দাবি। ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি, তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে, জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।


প্রথমে অপহরণ, তারপর সোয়া দু'কোটি টাকা মুক্তিপণ দাবি। এমন চাঞ্চল্যকর অভিযোগে এবার CID-র হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। গোয়েন্দা সূত্রে দাবি, তৃণমূলের পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক।                                         


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওঁর ২৫টি ছবি আর আর ভিডিও আছে। এই রকম গুন্ডা বদমায়েশ ভর্তি। এ আর একটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানেই তো টাকা চাই। টাকা টাকা টাকা।'                                                                                                       


আরও পড়ুন, DVC-র উপর দায় না চাপিয়ে নিজের দায়িত্ব পালন করুন, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল


পয়লা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তারপর ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অভিযোগ পেয়ে পরের দিনই, বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। ধরা পড়ে ৭ জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা যায়, অপহরণের মাস্টারমাইন্ড বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। 


ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে ৯ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে