রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তিস্তা তোর্সা এক্সপ্রেস (Teesta-Torsha Express) বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে রেলকে ডেপুটেশন দিল তৃণমূল (TMC)। রাজ্যের শাসক দলের হুঁশিয়ারি, অবিলম্বে তিস্তা তোর্সা চালু না হলে প্রতিটি স্টেশনে আন্দোলনে নামবে তারা। বিজেপির (BJP) দাবি, এ নিয়ে রাজনীতি করলে যাত্রীরাই সমস্যায় পড়বেন।


উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন তিস্তা তোর্সা (Teesta-Torsha) এক্সপ্রেস সাময়িক বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।  পূর্ব রেল সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শিয়ালদা -আলিপুরদুয়ার তিস্তা তোর্সা।  নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা, তিস্তা তোর্সা বন্ধ রাখা হয়েছে ২ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।


এই প্রথম কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে তিস্তা তোর্সা। আচমকা ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন  ব্যবসায়ী থেকে পর্যটকরা। পূর্ব রেল সূত্রে দাবি, কুয়াশার কারণে ওই লাইনে ট্রেন ধীরে চলে, তাই তিস্তা তোর্সা বন্ধ রাখা হয়েছে। অথচ একই লাইন দিয়ে এখনও চালু আছে দার্জিলিং মেল, রাজধানী এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। 


কুয়াশাই যদি তিস্তা তোর্সা বন্ধ করার কারণ হয়, তাহলে এতগুলি ট্রেন একই রুটে কেন চলছে? পূর্ব রেল সূত্রে দাবি, একটি ট্রেন বন্ধ রেখে বাকি ট্রেনগুলি যাতে ঠিকমতো চালানো যায়, সেই চেষ্টা করা হয়েছে।  বুধবার তিস্তা তোর্সা অবিলম্বে চালুর দাবিতে আলিপুরদুয়ারের রেলের ডিআরএম-কে ডেপুটেশন দিয়েছে তৃণমূল।  শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “৯০ এর দশক থেকে তিস্তা তোর্সা চালু আছে। এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যয়াের বড় অবদান চিল।  ২০২১এর পয়লা ডিসেম্বর থেকে ট্রেন বন্ধ ।  যেখানে যেখানে তৃণমূল জিতেছে,, সেখানেই এই ধরনের আঘাত আসছে। রেলকে বলছি, অবিলম্বে ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলন হবে। ডুয়ার্সের জন্য বড় ভরসা। এমন কিছু কুয়াশা পড়েনি যে ট্রেন বাতিল করতে হবে।’’


যদিও বিজেপির দাবি, এ নিয়ে রাজনীতি করা হলে অসুবিধা বাড়বে যাত্রীদের। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “তিস্তা তোর্সার গুরুত্ব বিবেচনা করে রেলকে চিঠি পাঠিয়েছি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ। এটা গুরুত্বপূর্ণ ট্রেন ব্যবসায়ী ও পর্যটকদের জন্য। রেলের ম্যানেজার কতা দিয়েছেন, আশা করি খুলে যাবে। এটা নিয়ে রাজনীতি করলে মুশকিল। মানুষ বিভ্রান্ত হবেন।’’


আলিপুরদুয়ারের ডিআরএম জানিয়েছেন, সিদ্ধান্ত যা নেওয়ার উপরমহল নেবে। ডিআরএম দিলীপ কুমার সিংহ বলেন, “আমরা উপরমহলকে জানিয়েছি। ওঁরাই সিদ্ধান্ত নেবেন।  প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। এখনও আমাদের কাছে কোনও বার্তা আসেনি। কুয়াশার কারণে ট্রেন অনেকসময় ধীর গতিতে চলে তাই এই ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে।''


আরও পড়ুন: North 24 Parganas: আধিকারিকের সই জাল করে সাংসদ নুসরত জাহানের তহবিলের টাকায় ভুয়ো ওয়ার্ক অর্ডার