তুহিন অধিকারী, পাত্রসায়র : ট্রাক্টর ধুতে যাওয়ার পথে ওল্টাল নয়নজুলিতে। দুর্ঘটনায় দুই কিশোরের মত্যু। আহত হয়েছে চার কিশোর। মৃতদের নাম আবির বাগদি (১৬) ও দীপু বাগদি (১৪) । বাঁকুড়ার পাত্রসায়র থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আসুনবুনি গ্রামের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ।


ঘটনাটা কী ?


হারভেস্টার-সহ ট্রাক্টর ধোওয়ার জন্য গ্রামের পাশে রাস্তার একটি খালের উদ্দেশে বের হয় বছর ১৮-র জীবন বাগদি। ট্রাক্টরটি ধোওয়ার জন্য সে গাড়িতে চাপায় গ্রামের বেশ কয়েকজন বন্ধুকে। ট্রাক্টরটি ধুতে আসার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে একটি গর্তে পড়ে নয়ানজুলিতে উল্টে যায় ট্রাক্টরটি। ট্রাক্টরের তলায় চাপা পড়ে সকলেই।


তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যেককেই উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবির ও দীপু নামে দুই কিশোরের। ঘটনায় আহত হয় চার কিশোর। সকলেরই বাড়ি আসনবুনি গ্রামে। মৃতদেহ দু'টি-সহ সকলকে আনা হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। ট্রাক্টর চালক জীবন বাগদির অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। 


জেলায় দুর্ঘটনা আগেও-


গত মাসের শেষ দিকে বাঁকুড়ার (Bankura News) কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দু'জনকে নিজের গাড়িতে তুলে বাঁকুড়া মেডিক্যালে হাজির হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 


বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় আহত হন দুই যুবক। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আহত দুই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নেন সাংসদ। তাঁদের নিয়ে হাজির হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালে পৌঁছলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থায় চাকরি করেন ওই দুই যুবক। দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়েন রাস্তার উপর। এক যুবকের উপর দিয়ে চলে যায় লরির চাকা। নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাংসদ। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।