নয়াদিল্লি: টেসলা-কর্তা ইলন মাস্ককে গদিচ্যুত করে শীর্ষে অ্যামাজন-কর্তা জেফ বেজোস। পৃথিবীর ধনীতম ব্যক্তি নির্বাচিত হলেন বেজোস। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বেজোসকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষণা করল। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। সেই তুলনায় মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ ৪১ হাজার কোটি ডলার টাকা। (World's Richest Person)


২০২১ সালের পর এই প্রথম পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হলেন ৬০ বছর বয়সি বেজোস। সোমবার শেয়ার বাজারে মাস্কের সংস্থা টেসলার বাজারদর ৭.২ শতাংশ পড়ে গিয়েছে। তাতেই মাস্ককে টপকে বেজোস শীর্ষে উঠে এসেছেন। গত এক বছরে শেয়ারবাজারে যেখানে টলমল অবস্থা টেসলার, সেখানে অ্যামাজন তরতরিয়ে উপরে উঠেছে। ২০২১ সালে যে অবস্থান ছিল টেসলার, বর্তমানে তার ৫০ শতাংশে নেমে এসেছে। (Bloomberg Billionaires Index)


বাজারের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ৩১০০ কোটি ডলার খুইয়েছে টেসলা। ওই একই সময়ে ২৩০০ কোটি ডলার মুনাফা হয়েছে অ্যামাজনের। এর আগে, ২০২১ সালের জানুয়ারি মাসে বেজোসকে টপকে শীর্ষে উঠে আসেন মাস্ক। সেই সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৯৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ লক্ষ ১৭ হাজার টাকা। 


আরও পড়ুন: Paytm Payments Bank: পেটিএমের সমস্যা মিটবে শীঘ্রই , কোম্পানি নিচ্ছে বড় সিদ্ধান্ত ?


এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি আর্নো, যিনি লাক্সারি ব্র্যান্ড লুই ব্যুইতোর চিফ এগজিকিউটিভ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ লক্ষ ৩৩ হাজার কোটি ডলার। ২০২২ সালের ডিসেম্বর মাসে টেসলার শেয়ার দর যখন হু হু করে পড়ছে, সেই সময় মাস্ককে টপকে শীর্ষে উঠে আসেন আর্নো। পরে, ২০২৩ সালের মে মাসে ফের শীর্ষস্থান দখল করেন মাস্ক।


ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স সাম্প্রতিক যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি মেটা-কর্তা মার্ক জাকারবার্গ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭৯ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তালিকায় পঞ্চমন স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার, প্রায় ১২ লক্ষ ৪৩ হাজার টাকা।  12 n& 43 uepej


এর পর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন স্টিভ বলমার, সপ্তম স্থানে ওয়ারেন বাফে, অষ্টম স্থানে রয়েছেন ল্যারি এলিসন, নবম স্থানে ল্যারি পেজ এবং দশম স্থানে সেরগেই ব্রিন। ভারতীয় শিল্পপতি, রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানি তালিকায় একাদশ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা। আদানি গোষ্ঠীর গৌতম আদানি তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লক্ষ ৬২ হাজার কোটি টাকা।