শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিনহাটায় (Dinhata) আক্রান্ত হয়েছিলেন উদয়ন গুহ (Udayan Guha)। বছর ঘুরতে চললেও, এখনও তার চার্জশিট না হওয়ায়, ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। দিনহাটা পুলিশ সূত্রে দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।


কখনও শাসক দলের বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো কখনও আবার পুলিশের ভূমিকায় রুষ্ট। বিরোধীরা পুলিশের সমালোচনা করে এমনটা তো আকছার হয়। কিন্তু, কোচবিহারে পুলিশের তদন্তের গতিতে সন্তুষ্ট নন খোদ তৃণমূলের দাপুটে বিধায়ক উদয়ন গুহ। ফেসবুক পোস্টে দিনহাটার পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।


গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। বিজেপি যখন তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব, তখন ভোট চলাকালীন সন্ত্রাসের অভিযোগের তদন্ত নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক।


বিগত বিধানসভা ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ। এর ঠিক তিন’দিন পর ৬ মে, দিনহাটা শহরেই আক্রান্ত হন তিনি। হাত ভেঙে যায়। বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন উদয়ন গুহ। এরপর, তোর্ষা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। বিধানসভা ভোটে সবচেয়ে কম ব্যবধানে হেরে যাওয়া উদয়ন গুহ বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। যে বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন তিনি, হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন সেই অজয় রায়। তাঁকে দিনহাটার শহর মণ্ডল সভাপতি করেছে বিজেপি।


এই অবস্থায়, সোমবার ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, এক বছর হতে চলল, আমার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে চার্জশিট হল না। উদয়ন গুহ-র বক্তব্য, পুলিশ তো এখানে হেলমেটহীন বাইক আরোহী ধরতে ব্যস্ত। বড় অপরাধীরা, যারা আমাকে মারার পর দিনহাটায় ঘুরে বেরাল, এক বছর হয়ে গেল হাইকোর্ট থেকে জামিন নিয়ে বসে আছে। তাদের ধরতে পারল না। এক বছরে চার্জশিটও দিতে পারল না।


এনিয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক ও বিজেপি নেতা নিখিলরঞ্জন দে বলেন, পুলিশ প্রশাসন তো ওদের কথায় চলে, থানার ওসি-আইসি তো পার্টির নির্দেশ অনুযায়ী বদলি হন। তাহলে এই ব্যর্থতার দায় কার ? পুলিশ না কাজ করলে তো ওদের দায়।


এর আগে, একাধিক বার অভিযুক্তদের গ্রেফতার করার দাবি করেছেন উদয়ন গুহ। দিনহাটা থানায়, ধর্নাতেও বসেছিলেন। যদিও, শাসক দলের বিধায়কের ক্ষোভ প্রসঙ্গে দিনহাটা থানা সূত্রে দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।