কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর সেই আবহেই নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আধার কর্তৃপক্ষ। বলা হয়েছে, ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধার থেকে। UIDAI কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে এই তথ্য উঠে এল। (Election Commission)
প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো বুধবার বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। মৃত ভোটারের সংখ্যা জানতেই এই বৈঠক। আর তাতেই ৩৪ লক্ষ নাম বাদের কথা কমিশনকে জানান আধার কর্তৃপক্ষ। অর্থাৎ রাজ্যে মৃত ভোটার কত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। (SIR in West Bengal)
কমিশন সূত্রে খবর, ভূতুড়ে ভোটার, মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, দুই জায়গায় নাম রয়েছে বলে ভূরি ভূরি অভিযোগ উঠে আসছে। সেই নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের আধারের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়। সেই সুবাদে এই বৈঠক হয়। SIR হওয়া পশ্চিমবঙ্গকে নিয়ে এমন ৩৪ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে UIDAI, যাঁদের নাম আধার থেকে বাদ গিয়েছে।
আধার কর্তৃপক্ষর কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে কারণ, ব্যাঙ্কের সঙ্গেও আধার লিঙ্কড থাকে। ব্যাঙ্কের কাছ থেকেও তদন্ত মিলছে। ব্যাঙ্কে বহুদিন KYC হয়নি যাঁদের, খাতায় কলমে যাঁরা মৃত হয়েও যাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে, সেই সব তথ্য সংগ্রহ করছে কমিশন। আবার ১৩ লক্ষ এমন মানুষও রয়েছেন, যাঁরা মৃত এবং তাঁদের আধার কার্ড ছিল না।
রাজ্যে এই মুহূর্তে SIR-এর কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন BLO-রা। আধারের থেকে, ব্যাঙ্কের কাছ থেকে তথ্য় মিলছে পাশাপাশি, অনলাইনও তথ্য সংগ্রহের কাজ করছে কমিশন। এর উপর দাড়িয়েই প্রথমে খসড়া এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কোনও ক্ষেত্রে খসড়া তালিকায় যদি ভূতুড়ে, মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায়, এক ভোটারের নাম যদি দুই জায়গায় থাকে, সেক্ষেত্রে BLO-দের উপর কোপ পড়বে বলে জানা যাচ্ছে। BLO-দের সতর্ক থেকে কাজ করতে হবে বলে ERO-দের সতর্ক করেছে কমিশন।
পাশাপাশি, বুধবার রাত ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিক, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সমস্ত ERO-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। কোথায় কোথায় এখনও ফর্ম বিলি বাকি রয়েছে, তা জানতে চাওয়া হতে পারে।