কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে পার্দ চড়ছে রাজ্যে। সেই আবহেই UIDAI কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের ৩৪ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। ১৩ লক্ষ এমন মৃতের নাম মিলেছে, যাঁদের আধার কার্ড ছিল না বলেও জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই নিয়ে তরজা এবার চরমে উঠল। সংবিধান উপেক্ষার অভিযোগ তুলল তৃণমূল। (SIR in West Bengal)

Continues below advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে। সেই আবহেই বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক হয় আধার কর্তৃপক্ষ UIDAI-এর। সেখানে UIDAI জানায়, রাজ্যের ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম আধার থেকে বাদ দেওয়া হয়েছে। আধার কার্ড নেই এমন ১৩ লক্ষ মৃতের সংখ্যাও পেশ করা হয়। এই নিষ্ক্রিয়তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানায় UIDAI. (SIR in Bengal)

আর সেই নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূলের। সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের দাবি, সংসদে UIDAI জানিয়েছিল, তারা রাজ্য, বছর বা কারণভিত্তিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য় সংরক্ষণ করে না। তাহলে কোন আইনে, কোন প্রমাণের ভিত্তিতে এই তথ্য়পঞ্জি তৈরি করে হস্তান্তরিত করা হল কমিশনকে, প্রশ্ন তুলেছে তৃণমূল। UIDAI সংবিধানকে উপেক্ষা করেছে বলে দাবি করেছে তারা। 

Continues below advertisement

শুধু তাই নয়, তৃণমূলে দাবি, বিহারে খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায় তাঁদের অনেকেই জীবিত। একই ভাবে বাংলায় পরিকল্পনামাফিক নাম বাদ যেতে পারে। তৃণমূলের দাবি, স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতিতে তথ্য যাচাই না করা হলে এই তথ্যপঞ্জি প্রচুর সংখ্যক ভোটারকে বঞ্চিত করার অস্ত্র হয়ে উঠতে পারে। এর ফলে একজন বৈধ ভোটারের নামও যদি মুছে দেওয়া হয়, তাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে বলে জানিয়েছে তারা। আইনি পদক্ষেপের পাশাপাশি, গণ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। 

সংসদে এক কথা UIDAI-এর, আর কমিশনের কাছে অন্য কথা কেন, তোলা হয়েছে প্রশ্ন। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "প্রথম কথা হল, এই নিষ্ক্রিয়করণ নিশ্চিত হচ্ছে কী ভাবে? তথ্য যাচাই না করে নাম মুছে দেওয়া হচ্ছে কী করে? যাচাইয়ের দায়িত্ব কার? কোথা থেকে যাচাই হল? তাহলে কি সব দিক থেকে রাজ্যের মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে? প্রথমে SIR, SIR না হলে আধার থেকেও? সুপ্রিম কোর্ট আধার নিয়ে মন্তব্য করেছে। পরবর্তীতে তা যদি কার্যকর হয়, তাহলে মুশকিল হবে বলেই কি? মৃত ভোটার বাদ দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু বিহারের ক্ষেত্রে মৃত ঘোষণা করা ব্যক্তিকে আদালতে হাজির করা গিয়েছে। ফলে সন্দেহ রয়েছে আমাদের।"

যদিও বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "সবটাই মিথ্যে কথা। শ্মশানে বা গোরস্থানে মৃতদেহ নিয়ে গেলে সেখান থেকেই তথ্য় সংগ্রহ করে জমা দিতে হয়। ওদের যদি এত জ্বালা হয়ে থাকে যে মৃতদের নামও কাটতে দেব না, তাঁদের নামে রেশন তুলব, লক্ষ্মীর ভাণ্ডার হবে মৃতের নামে, সরকারি প্রকল্পের টাকা তোলা হবে, ভোট বৈতরণী পার হতে হবে, এটাই তৃণমূলের লক্ষ্য। মৃতদের নিয়ে মিছিল করুক না! ৩৪ লক্ষ বাদ দিয়েছে তো! অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ১ লক্ষ লোক নিয়ে যাবে। এটাই তো আদর্শ সময়! এখনও SIR কমপ্লিট হয়নি, হলে আরও বাদ যাবে। এই ৩৪ লক্ষের মধ্যে অন্তত ৩৪ জনকে নিয়ে তো মিছিল করা উচিত!"