কলকাতা: উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন।পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যদিও দমকল বাহিনী দেরি করে এসেছে এবং পুলিশি নিষ্কৃয়তা নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয়রা।
ঘর ছেড়ে বাইরে স্থানীয়রা
পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগার রেশ কাটতে না কাটতেই আজ শহরে ফের অগ্নিকাণ্ড। আজ ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। আগুনে ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ছড়িয়ে পড়ে আগুন
সম্প্রতি আগুন লেগেছিল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়। প্রাণ বাঁচাতে ৩ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, এই ৩ তলা প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় একতলা থেকে ৩ তলায় - নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে যায় অ্যাসবেস্টাসের ছাদ। ৩ তলা বিল্ডিং-এ ভয়াবহ আগুন। বিভিন্ন দিক থেকে জল ছেটানো হচ্ছে। ভেঙে পড়েছে ওপরের অংশ।
ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন
তবে গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।
আরও পড়ুন, বাংলার ১০ জেলায় চড়ল পেট্রোলের দর, মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে কি আপনার এলাকা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।