কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University Of Calcutta) পড়ুয়া বিক্ষোভ( Students Protest)। মাস্টার্সে আসন বাড়ানোর দাবিতে বিক্ষোভের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।  উপাচার্যের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। অফিস থেকে বেরোনোর সময় উপাচার্যর গাড়ির সামনে বসে পড়েন পড়ুয়ারা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশের বিশাল বাহিনী রয়েছে ঘটনাস্থলে। উপাচার্য বেরোতে না পারায় জোড়াসাঁকো থানার পুলিশ পড়ুয়াদের সরানোর চেষ্টা করে।


বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবি নিয়ে তিনি কোনও কথা বলেননি। সেই কারণেই তাঁরা তাঁর গাড়ির সামনে বসে পড়েন। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি সম্পর্কে উপাচার্যর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকাচ্ছেন। তাঁদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে বলেও পড়ুয়াদের অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, স্নাতক স্তরে ভালো ফল করা সত্ত্বেও তাঁরা MA, Msc, MCom-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেও বিক্ষোভ  প্রদর্শন করেছিলেন স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে আসন সংখ্যা কম। আসন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে একাধিকবার ডেপুটেশন দিলেও কোনও লাভ হয়নি। গত ১৭ জানুয়ারি  রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, আন্দোলন। ওই দিন দাবি করেছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের। গেট বন্ধ করে দিয়ে  বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো প্রায় ১০০ শতাংশ পাস করিয়েছেন। ফলে স্নাতকোত্তরেও তো আসন বাড়ানো প্রয়োজন। অন্যান্য রাজ্যে তো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আসন বেড়েছে। এ রাজ্যে কেন হবে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন পড়ুয়ারা।