কেপটাউন: দলকে জেতাতে পারেননি। কিন্তু লোয়ার অর্ডারে তাঁর ৩৪ বলে ৫৪ রানের ইনিংস একটা সময় আশার আলো দেখিয়েছিল ভারতীয় দলকে। সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন দীপক চাহার (deepak chahar)। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অর্ধশতরান। ম্যাচ হারলেও এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার কোচ হয়ে গিয়ে অভিজ্ঞতা খুব একটা সুখকর হল না রাহুল দ্রাবিড়ের। তবে চাহারের ব্যাটিংয়ে মুগ্ধ দ্রাবিড় বলে দিলেন যে ভবিষ্যতে আরও বেশি করে চেন্নাইয় সুপার কিংসে খেলা এই অলরাউন্ডারকে সুযোগ দেওয়া হবে দলে। কেপটাউন ওয়ান ডে হারের পর দ্রাবিড় বলেন, ''সুযোগের একদম সদ্বব্যবহার করেছেন দীপক চাহার। শ্রীলঙ্কার পর এখানেও তার প্রমাণ পেলাম আমরা। ও বল হাতে কী করতে পারে, তা আমরা সবাই জানি। কিন্তু ব্যাট হাতেও যে ক্ষমতা ওর আছে, তার প্রশংসা করতেই হয়। আমি ওকে ইন্ডিয়া এ-র হয়ে খেলতে দেখেছি। সিনিয়র দলেও দেখলাম। দারুণ ব্যাট করে ছেলেটা।''


তিনি আরও বলেন, ''দলে দীপক চাহার, শার্দুল ঠাকুরের মতো প্লেয়ার থাকা খুব দরকার। যাদের আমরা শেষ কয়েকটা ম্যাচে দেখলাম বলের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও সাবলীল। লোয়ার অর্ডারে যারা ব্যাট হাতেও এভাবে রান করতে পারে, তারা আমাদের জন্য দারুণ বিকল্প। আমরা চাই দীপক ও শার্দুলকে আগামী ২ বছরে আরও বেশি বেশি করে সুযোগ দিতে। কারণ ওদের ব্যাট হাতে রান করাটা ম্যাচের রং বদলে দিতে পারে।''


উল্লেখ্য, বল হাতে ৮ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন দীপক। এরপর ব্যাট হাতে দরকারের সময় ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি রবিবার। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য় দলকে জেতাতে পারেননি। ৪ রানে ম্যাচ হেরে যায় ভারত। সিরিজও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয় তাদের।