সুনীত হালদার, হাওড়া: আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হল পুলিশ। অভিযোগ, প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতেই নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ। 


এবিপি আনন্দর প্রতিনিধি সুনীত হালদার জানাচ্ছেন, আজকে রাতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন আন্দোলনের জায়গা দেখবেন বলে। কিন্তু সেই সময়েই সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষকে ঘিরে ধরে পুলিশ ও ব়্যাফ। পুলিশের পদস্থ কর্তারা তাঁকে ধাক্কা মারেন বলেও অভিযোগ। এরপরে ওইভাবে ধাক্কা মারতে মারতেই ভাস্কর ঘোষকে নবান্ন বাস স্ট্যান্ডের পিছনের দিতে নিয়ে যাওয়া হয়। ভাস্করবাবুর অভিযোগ, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা কোনোভাবেই অবৈধ হতে পারে না। কারণ, তাঁরা আগেই প্রসাশনকে গোটা পরিকল্পনার কথা জানিয়েছিলেন। জানানো হয়েছে যে এই অভিযানে চাকরিপ্রার্থী ও আদিবাসী মঞ্চও সামিল হবেন। এই অভিযানের অনুমতি না দেওয়া হলে আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও জানা যাচ্ছে। নবান্ন এবং তার চারপাশে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয়েছে, নবান্নের বাসস্ট্যান্ডে তাঁরা জমায়েতের অনুমতি চেয়েছেন। যদি তা না মেলে তবে তাঁরা আগামীকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হবেন। আমরা আজ কেবল জায়গাটা দেখতে এসেছিলাম। এই সক্রিয়তা যদি আরজি করে ভাঙচুরের রাতে পুলিশ দেখাত তাহলে ভাল হত ।


অন্যদিকে, কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের জেরে একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলিতে ক্লাস বন্ধের নোটিস এসেছে। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্,  ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়,  বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত,  ক্লাস হবে অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ থাকবে। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত,  দাবি স্কুল কর্তৃপক্ষের


আরও পড়ুন: Debolina Dutta: টলিউডে কাস্টিং কাউচ রয়েছে, বহু মহিলাই তার অংশ: বিস্ফোরক দেবলীনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।