সমীরণ পাল, রানাঘাট: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ফের প্রচুর পরিমাণ মাছের ডিম উদ্ধার। ভারত থেকে সেগুলি পড়শি দেশে পাচার করা হচ্ছিল বলে সন্দেহ। মোট ৫৩ প্যাকেট মাছের ডিম উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা (Fish Eggs)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) সীমান্ত থেকে ওই বিপুল পরিমাণ মাছের ডিম বাজেয়াপ্ত করেছে (India Bangladesh Border)। 


৫৩টি প্লাস্টিকের থলেতে ভরে বাংলাদেশে পাচার করা হচ্ছিল


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) রানাঘাট (Ranaghat News) সীমা চৌকির, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ ব্যাটেলিয়নের জওয়ানরা এই বিপুল পরিমাণ মাছের ডিম উদ্ধার করেছেন। ৫৩টি প্লাস্টিকের থলেতে ভরে সেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। সবমিলিয়ে বাজারমূল্য ৭ লক্ষ ৯৫ হাজার টাকা। জওয়ানরা সতর্ক থাকাতেই সেগুলি উদ্ধার করা গেল বলে জানানো হয়েছে। 


BSF সূত্রে জানা গিয়েছে, তাদের এলাকা থেকে বিপুল পরিমাণ মাছের ডিম বাংলাদেশে পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর মেলে। তার পরই সক্রিয় হয়ে ওঠেন জওয়ানরা। জায়গায় জায়গায় ওৎপেতে ছিলেন সকলে। চলে জনে জনে তল্লাশি। ওই এলাকাতেও তল্লাশি চালানো হয়। তাতে সীমান্তের কাছে একটি নির্জন বাড়িতে প্লাস্টিকের থলের পাহাড় চোখে পড়ে। ঘেঁটে দেখলে বোঝা যায়, মাছের ডিম বাঁধা রয়েছে ভিতরে। এক এক করে ৫৩টি মাছের ডিম ভর্তি থলে উদ্ধার করেন জওয়ানরা। 


আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ, অনুমতি ছাড়া রিপোর্ট জমা নয়, নির্দেশ হাইকোর্টের


ওই মাছের ডিম ভর্তি থলিগুলি বাজেয়াপ্ত করে BSF. আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরে সেগুলি বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়। BSF-এর ৬৮ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে জওয়ানরা সর্বতাই সজাগ থাকেন। আন্তর্জাতিক সীমান্তে নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল সকলে। কোন পথে চোরা কারবার চলছে, কী পরিকল্পনা করছেন চোরাকারবারিরা, সব কিছু নখদর্পণে রয়েছে। নিত্য নতুন উপায়ে চোরাচালানকারীর পাচারের ফন্দি আঁটলেও, জওয়ানরা তাঁদের প্রচেষ্টা ব্যর্থ করে দিতে প্রস্তুত বলে জানান তিনি।


আগেও কয়েক লক্ষ টাকার মাছের ডিম উদ্ধার


এর আগে, এপ্রিল মাসের শেষ দিকেও সীমান্ত থেকে কয়েক লক্ষ টাকার মাছের ডিম উদ্ধার হয়। সে বারও পাচারের আগেই তা ধরে ফেলেন দক্ষিণবঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। মোট ৪১ টি প্লাস্টিকের থলি ভর্তি মাছের ডিম উদ্ধার হয়েছিল, যার বাজারমূল্য ছিল ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। সে বার BSF জানায়, গভীর রাতে কিছু চোরা কারবারিদের উপর নজর গিয়ে পড়ে তাদের। কাঁধে বস্তা ঝুলিয়ে সীমান্তের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। তাড়া করে প্রথমে তাঁদের থামতে বলেন বোলতলা সীমান্ত চৌকিতে মোতায়েন ১১৮তম সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। BSF সূত্রে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে কিছু চোরা কারবারিদের উপর নজর গিয়ে পড়ে তাদের। কাঁধে বস্তা ঝুলিয়ে সীমান্তের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। তাড়া করে প্রথমে তাঁদের থামতে বলেন বোলতলা সীমান্ত চৌকিতে মোতায়েন ১১৮তম সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।