সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পক্ষীনিবাস হিসেবে পরিচিতি রয়েছে। কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা বাড়ছে কুলিক পাখিরালয়কে ঘিরে। কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, এ বছর পাখিরালয়ে পাখির সংখ্যা কমে এসেছে বলে জানা যাচ্ছে (Migratory Birds)। বিগত কয়েক বছর ধরে যদিও পরিস্থিতি অনুকুল ছিল। বর্তমান সময়ে পাখির সংখ্য়া উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে বলে সমীক্ষায় ধরা পড়েছে। (Raiganj (Kulik) Bird & Wildlife Sanctuary)

উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে অবস্থিত কুলিক পাখিরালয়। সাধারণত মে মাসের শেষ দিক থেকে পরিযায়ী পাখিরা ভিড় করে এখানে। নাইট হেরেন, ওপেন বিল স্টর্ক, কর্মরেন্ট এবং ইগ্রেট, মূলত এই চার পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি। প্রায় ছয় থেকে সাত মাস এখানেই আস্তানা গাড়ে পরিযায়ী পাখিরা। প্রজনন থেকে ছানাদের প্রাথমিক লালন পালন, সবকিছু এখানেই সম্পন্ন করে।

এর পর নভেম্বর থেকে ডিসেম্বরে অন্যত্র গমনের পালা শুরু হয়। পৃথিবীর নানা দেশের উদ্দেশে পাড়ি দেয় পরিযায়ী পাখিরা। দীর্ঘ দিন ধরে এই রীতি মেনেই পরিযায়ী পাখিদের আসা যাওয়া চলে আসছে কুলিক পাখিরালয়ে। গত পাঁচ বছরে এখানে পাখির সংখ্যা ক্রমশই বেড়েছে। ফলে পরিবেশ প্রেমী মানুষের আনাগোনাও বেড়ে গিয়েছে একধাক্কায়। কিন্তু এবার উদ্বেগের ছবি সামনে এল।

সমীক্ষায় গত পাঁচ বছরের যে পরিসংখ্যান মিলেছে, তা হল-

২০১৮ ওপেন বিল স্টর্ক- ৬৭,২৭০নাইট হেরেন- ৯,৯৯০ইগ্রেট- ১০,৭৪৮কর্মরেন্ট- ১০,৫৫৪মোট- ৯৮,৫৬২

২০১৯ ওপেন বিল স্টর্ক- ৬৫,৮৬৪নাইট হেরেন- ৮,১২৪ইগ্রেট- ১১,৯৭০কর্মরেন্ট- ৭,১৩০মোট- ৯৩,০৮৮

২০২০ ওপেন বিল স্টর্ক- ৬৮,১৫৯নাইট হেরেন- ৭,৯৫৬ইগ্রেট- ১৩,০৯৪কর্মরেন্ট- ১০,৪২২ মোট- ৯৯,৬৩১

২০২১ ওপেন বিল স্টর্ক- ৭১,৩০২নাইট হেরেন- ৭,৯০৯ইগ্রেট- ১১,৮৯৭কর্মরেন্ট- ৭,৬৩১মোট- ৯৮,৭৩৯

২০২২ ওপেন বিল স্টর্ক- ৬৪,০৫৫ইগ্রেটঃ-১৯,৮৪১নাইট হেরেন- ৮,৯৬৯কর্মরেন্ট- ৬,৫২৮মোট- ৯৯,৩৯৩

কিন্তু চলতি বছরে হঠাৎই এই হিসেবে সেই ছন্দেপতন ঘটেছে। এবারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও পরিযায়ী পাখিদের আগমন ঘটেনি সেভাবে। ফলে কিছুটা চিন্তিতই ছিল বনবিভাগ। উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ প্রেমীরাও। আশঙ্কা ছিল, এবারে পাখির সংখ্যা কমে যাবে না তো? আর শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল। সমীক্ষার রিপোর্ট বলছে, গতবারের তুলনায় প্রায় ২০ থেকে ২২ হাজার পাখি কম এসেছে এবার। 

এ বছরের পরিসংখ্যান হল-

২০২৩ ওপেন বিল স্টর্ক- ৩৭,০৪৪নাইট হেরেন- ১১,৪৪৫ইগ্রেট- ১৯,৭০৩কর্মরেন্ট- ৯,৯৪৮মোট- ৭৮,১৪১

এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভাগীয় বনাধিকারিক দাওয়া সাঙমু শেরপার সঙ্গে। তিনি বলেন, "আবহাওয়ার খামখেয়ালিপনাই এর জন্য দায়ী। এবারে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। দেরিতে এসেছে বর্ষা, তার জেরে পাখিদের আগমনে বাধার সৃষ্টি হয়েছে।" একই সঙ্গে ক্রমাগত বাড়ছে পরিবেশ দূষণ। সকলকে এবিষয়ে সচেতন হতেও আর্জি জানিয়েছেন বনাধিকারিক।

আরও পড়ুন: Viswa Bharati University: বিশ্বভারতীর উপাচার্য পদে বাড়ল না বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ, অন্তর্বর্তী উপাচার্যর পদে সঞ্জয়কুমার মল্লিক