কলকাতা: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি (Dengue)। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু। ১ নভেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচলার বাসিন্দা সহদেব ঘোষ। বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃত বেড়ে ৭০।
ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়: দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে (West Bengal)। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, ১ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। সংক্রমনে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)।
ডেঙ্গি (Dengue Update) পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায় (West Bengal)! বাড়ছে সংক্রমণ! দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত এই বাংলায়! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার।
কী বলছে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান: স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী কেরলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। দ্বিতীয় স্থানে কর্ণাটক, সেখানে ডেঙ্গি আক্রান্ত ৯ হাজার ১৮৫। এই তথ্যের প্রেক্ষিতে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গেই। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত ৭৩ হাজার ৩১৮ জন। রাজ্যে সংক্রমণের নিরিখে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। ১ নভেম্বর পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪। ২ নম্বরে কলকাতা, আক্রান্ত ১১ হাজার ৯৮৫ জন। এবং তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৮৬।
ডেঙ্গি সংক্রমণে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে হুগলি (Hooghly) , তার পরে রয়েছে নদিয়া (Nadia), ষষ্ঠ স্থানে রয়েছে হাওড়া এবং তার পরের স্থানে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। এরই মধ্যে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির তথ্য গোপনে করছে রাজ্য সরকার। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চরিত্র বদলাচ্ছে ডেঙ্গি। মানছে না সময়ের সীমানা। বিশেষজ্ঞরা বলছেন, তাই সতর্ক থাকতে হবে আরও বেশি।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'নৌশাদ সিদ্দিকির লড়াইয়ে নিষ্ঠা আছে', আইএসএফ নেতার প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু