শুভেন্দু ভট্টাচার্য ও সনৎ ঝা, কোচবিহার ও দার্জিলিং : দীর্ঘ ১৭ দিন অন্ধকারে কাটানোর পর গত মঙ্গলবার আলোয় ফিরেছেন উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Rescue) আটকে পড়া শ্রমিকরা। তারপর শেষমেশ বাড়ি ফিরলেন কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের বাসিন্দা মানিক তালুকদার। আটকে থাকা ৪১ শ্রমিকদের মধ্যে ছিলেন তিনিও। বাড়ি ফিরে রাজ্যে তাঁর কাজের অভাব নিয়ে আফশোস ঝরে পড়ল তুফানগঞ্জের বাসিন্দার গলাতে। 


অন্ধকার সুড়ঙ্গে ১৭ দিনের রুদ্ধশ্বাস লড়াই করতে হয়েছে তাঁদের। যে সময়ে উদ্বেগ-উৎকণ্ঠায় চোখের পাতা এক করতে পারেনি শ্রমিকদের পরিবার। একটানা প্রচেষ্টায় মিলেছে সাফল্য়। মঙ্গলবার অন্ধকার পেরিয়ে আলোয় ফিরেছেন উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁদের পরিবারের সদস্য়রা।


উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের মধ্য়ে ছিলেন কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরের বাসিন্দা মানিক তালুকদার (Manik Talukdar)। উদ্ধার হওয়ার পর তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলেন পরিজনরা। অবশেষে শুক্রবার বাড়ি ফিরলেন তিনি। এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন মানিক। সেখানে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখান থেকে সড়ক পথে বাড়ি পৌঁছন তিনি। বাড়ি ফেরার আনন্দে স্ত্রী রান্না করেছিলেন স্বামীর পছন্দের পদ।


আর ঘরে ফেরার স্বস্তির মাঝেই রাজ্যের কাজের সুযোগ নিয়ে আফশোস ঝরে পড়ল তাঁর গলাতে। মানিক তালুকদার বলেছেন, 'আমি এ রাজ্য়ে কাজ পেলে আর বাইরে যেতে হয় না। আমার ছেলে গ্রাজুয়েট। সরকার যদি ছেলের একটা চাকরির ব্য়বস্থা করলে আমাকে আর বাইরে কাজে যেতে হয় না।' প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বাবা উদ্ধার পাওয়ার খবর শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলার মাঝে রাজ্যে কাজের সুযোগ নিয়ে আফশোসের যে সুর শোনা গিয়েছিল মানিক তালুকদারের ছেলের গলাতেও। রাজ্যে কাজের সুযোগ থাকলে তাঁর বাবাকে এভাবে বাইরে কাজ করতে যেতে হত না বলেও জানাতে শোনা গিয়েছিল মানিক তালুকদারের ছেলের গলাতে।


এদিকে, উত্তরকাশী সুড়ঙ্গে উদ্ধারকাজ নিয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মহারাজ কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, 'ভারত একটি অবিশ্বাস্য় দেশ। এই উদ্ধারকাজগুলো দেখলে বুঝতে পারি আমরা কত ভাগ্য়বান। মানুষ সমস্য়ায় পড়লে সবাই মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েন সেটা অসাধারণ।'


 


আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।