অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttarbanga Express) মিডল বার্থের শিকলের আঘাতে মাথা ফাটল যাত্রীর। শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটলেও রেলের কোনও চিকিৎসকের সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছে আহতের পরিবার। পাশাপাশি রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ আঙুল তোলা হয়েছে রেল কর্তৃপক্ষের দিকেও। যাত্রীদের অসাবধানতাতেই দুর্ঘটনা বলে পাল্টা দায় চাপিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
মাথা ফাটল যাত্রীর: কেরলের ছায়া এবার কলকাতায়। উত্তরবঙ্গ এক্সপ্রেসের মিডল বার্থের শিকল খুলে রক্তাক্ত হলেন যাত্রী। ফের একবার প্রশ্নের মুখে রেলের রক্ষণাবেক্ষণ। আহত রেলযাত্রী বিমলেন্দু রায় (৭০) দিনহাটার বাসিন্দা। জানা গেছে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে সস্ত্রীক ওই ব্যক্তি কোচবিহার থেকে কলকাতায় মেয়ের বাড়িতে আসছিলেন। রবিবার সকালে শিয়ালদা স্টেশনে ঢোকার সময়ে লোয়ার বার্থে বসেছিলেন ওই যাত্রী। সেই সময় আচমকা তার মাথায় খুলে পড়ে মিডল বার্থের শিকল। মাথা ফেটে ঝরঝর করে রক্ত বেরোতে থাকে। আহত ওই যাত্রীর পরিবারের অভিযোগ, শিয়ালদা স্টেশনে ঘটনা ঘটলেও রেলের কোনও চিকিৎসকের সহায়তা মেলেনি। শেষপর্যন্ত সহযাত্রীরাদের উদ্যোগে রেলের কর্মরত TTE তাঁকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় ফিরল গত জুন মাসে, কেরল থেকে নয়াদিল্লিগামী এর্নাকুলাম-হযরত নিজামুদ্দিন মিলেনিয়াম এক্সপ্রেসে আপার বার্থ ভেঙে এক যাত্রীর মৃত্যুর ভয়াবহ স্মৃতি। ১৫ জুন, কেরলের বাসিন্দা আলি খান নামে ওই ট্রেনযাত্রীর ওপর ভেঙে পড়েছিল মিডল বার্থ। ৩ দিন পর গত ১৮ জুন হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
কিন্তু কেন বারবার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা?নিয়ম মেনে রেলের টিকিটের ভাড়া বাড়ছে। ক্রমশ দামি হচ্ছে রেল সফর। কিন্তু কোথাও কি যাত্রী পরিষেবা ও রক্ষণাবেক্ষণের দিকে নজর কম দেওয়া হচ্ছে? পরপর দুর্ঘটনায় এমন প্রশ্নই তুলছেন রেলযাত্রীদের একাংশ। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই দুর্ঘটনাকে যাত্রীদের অসাবধানতা বলে পাল্টা দাবি করেছে রেল। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "যাত্রীরাই সাবধান হলে এই ঘটনা হয় না। আমাদের অ্যাম্বুল্যান্সেই নিয়ে যাওয়া হয়।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?