কলকাতা: কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কখনও প্রবল রোদের তেজ। ভরা আষাঢ়েও বৃষ্টির (Weather Update) দেখা তেমনভাবে নেই। অন্য়দিকে, বর্ষার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) জনজীবন। জল থই থই একাধিক এলাকা।
দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা বাংলায় কাঁথির উপর দিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কখনও কখনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই কয়েকদিন দক্ষিণের সব জেলায় স্বাভাবিক, আবার কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগমী ১১-১৮ জুলাই দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। পূর্ব ভারতের সব রাজ্যের হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কলকাতাতে মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে করলা নদীর জলস্তর বেড়ে, জলপাইগুড়ির পুরসভা ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা জলমগ্ন। এই পুরসভার অন্তর্গত নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় গৃহস্তের ঘরে জল ঢুকে কার্যত বিপত্তি হয়েছে সাধারণ মানুষের। অন্য়দিকে জলপাইগুড়ির দিনবাজার জলমগ্ন হওয়াতে মাথায় হাত পড়েছে ব্য়বসায়ীদের। বর্ষার বৃষ্টিতে রায়ডাক ১ নদীর পাড়বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ এবং বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা মাটির বাঁধ ভেঙে হু হু করে জল ঢোকায় এই দুই গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা, পশ্চিম নাঙল-সহ একাধিক গ্রামে জমেছে জল। ঘরে জল জমায়, জলের হাত থেকে বাঁচতে, রাস্তায় ধারে ত্রিপল টাঙিয়ে থাকতে হচ্ছে একাধিক পরিবারকে।
আলিপুরদুয়ারে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিসামারা নদী। শুরু হয়েছে নদীর ভাঙন । রায়ডাক নদীর একটি মৃত শাখা বৃষ্টির ফলে ফুলেফেঁপে ওঠায়, নদীর পাড়ে থাকা একাধিক বাড়ি ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয় আলিপুরদুয়ার- ফালাকাটার। পাশাপাশি, টানা বৃষ্টির জেরে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। এই আবহে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আপাতত চলবে দুর্যোগের পরিস্থিতি। সোমবার উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: গভীর রাতে সোনার দোকানে লুঠ, চাঞ্চল্য মালদায়