সনৎ ঝাঁ, দার্জিলিং: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যালের (Uttarbanga Medical College) করোনা পরিস্থিতি আরও জটিল। প্রিন্সিপাল, চিকিৎসক-সহ আরও ৬ জনের করোনা আক্রান্ত হও মিলেছে। ৩ দিনে সংক্রমিত ৪৯ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। সেখানেও পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা। সংক্রমিত জনস্বাস্থ্য বিভাগে ওএসডি সুশান্ত রায়ও। অন্যদিকে কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) মুখ্য স্বাস্থ্য আধিকারিকও আইসোলেশনে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত।


করোনা থাবা বসিয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতেও। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত আরও ১০০ জন। এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই হাসপাতালে। পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫। 


অন্যদিকে কল্যাণীর (Kalyani) জেএনএম হাসপাতালেও (JMN Hospital) করোনার থাবা। ডাক্তারি পড়ুয়া, চিকিত্সক, নার্স মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৭ জন। এদের মধ্যে ১৩ জন ডাক্তারি পড়ুয়া, চারজন চিকিত্সক রয়েছেন। এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭। 


উল্লেখ্য ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনাভাইরাস (India Corona) আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। 


তবে গতকালের তুলনায় মৃতের (Corona Death) সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। 


গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।