সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: রাতের অন্ধকারে এটিএম (ATM) ভেঙে টাকা লুঠের চেষ্টা। ধরা পড়ল সকালে।এই ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়ায়।স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তবে এটিএম ভেঙে টাকা লুঠের এমন চেষ্টা আগে সামনে আসেনি।


উত্তরপাড়ার (Uttarpara) বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। তবে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছয়। এটিএম সংস্থায় খবর দেওয়া হয়। তাদের লোকজন এসে এটিএম পরীক্ষা করে দেখেন।তাতে দেখা যায়, কিয়স্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি উধাও হয়ে গিয়েছে।


আরও পড়ুন: ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ হাজার টাকা, মাস পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা


এটিএম সংস্থার কর্মী শুভময় বিশ্বাস বলেন, “দেখে মনে হচ্ছে, এটিএম ভাঙলেও, ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে। সংস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।” চন্দননগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


গত এক মাসে উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা সামনে এসেছে। বিশেষত ফাঁকা বাড়ি এবং ফ্ল্যাটেই চুরি হচ্ছে। চন্দননগর পুলিশের (Chandannagar Police) তরফে চেষ্টা চালানো হলেও, দুষ্কৃতীদের কার্যকলাপে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে এটিএম লুঠের চেষ্টা উদ্বেগ আরও বাড়িয়েছে। স্থানীয়দের অনেকে আবার প্রশ্ন তুলছেন, ধর্মঘট করছেন ব্যাঙ্ককর্মীরা। কিন্তু রাতে এটিএম-এ তো নিরাপত্তারক্ষী থাকার কথা। ঘটনার সময় এটিএমএ- কেউ ছিল না কেন, প্রশ্ন উঠে আসছে।


বেসরকারিকরণের প্রতিবাদে সম্প্রতি দু’দিনের জন্য দেশের সমস্ত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের কর্মীরা দেশব্যাপী ধর্মঘটে (Bank Strike) নেমেছেন। তাতে ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা এমনিতেই বন্ধ। সেই সুযোগেই এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা চালানো হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।