কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। কামরার পা-দানি ভেঙে যাওয়ায় প্রায় একঘন্টা আটকে পড়ল বন্দে ভারত। ট্রেনটি দাঁড়িয়ে পড়ল ভেদিয়া স্টেশনে।

  


কী ঘটেছিল


আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি  সকাল ৭.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ভেদিয়ায়। রেলসূত্রে জানা গিয়েছে,  কামরার পা-দানি ভেঙে যাওয়ায় ভেদিয়া স্টেশনে ঘণ্টা খানেক আটকে ছিল আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায় বলে অনুমান। পরে রেলের তৎপরতায়  মেরামতির পর ছাড়ে ট্রেনটি। 


আরও পড়ুন :


শাহজাহানের সাম্রাজ্যে ইডি , ছুটে এল রাজ্য পুলিশ ! আজ কী করল তারা ? 


গতবছর ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু হয়  প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতে।  এরপর শৌচাগারে জলের অভাব, দরজা ঠিকঠাক না খোলা, চা-জলখাবার সময় মতো যাত্রীদের কাছে পৌঁছে দিতে না-পারার মতো একাধিক অভিযোগ ওঠে প্রথম দিন থেকে। প্রথম দিনই অভিযোগ ওঠে খাবারের মান নিয়ে।  যাত্রী পরিষেবা শুরুর করার পর একাধিকবার পাথর-হামলার মুখে পড়ে ভারতীয় রেলে ফ্ল্যাগশিপ ট্রেন 'বন্দে ভারত'। এসি খারাপ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল, আর এবার ভাঙল ট্রেনের কামরার পাদানি। 


এর আগেও হাওয়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতের পরিষেবা নিয়ে বিপত্তি হয়। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল গত বছর অগাস্ট মাসে । তার জেরে  স্থগিত হয়ে যায় সকালের হাওড়া-এনজেপি বন্দে ভারতের যাত্রা। পরিবর্তে একই রুটে, বন্দে ভারতের যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় যুবা এক্সপ্রেসের কোচ। স্পেশাল ট্রেন হলেও, বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ হয় তখন।  প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেও কেন দেওয়া হল সাধারণ আইসিএফ কোচের ট্রেন? প্রশ্ন তুলে হাওড়া স্টেশনেই তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। বন্দে ভারতের পরিবর্তে যে ট্রেন সেদিন দেওয়া হয়েছিল, তাতে ছিল না জল। একাধিক বগিতে কাজ করছিল না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তা নিয়ে চলে যাত্রী বিক্ষোভ। এর জেরে প্রায় ১ ঘণ্টা পর হাওড়া থেকে ছেড়েছিল ট্রেন।  


হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলে সপ্তাহে ৬ দিন।  সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা।