Vande Bharat Express Live : যাত্রা শুরু বন্দে ভারতের, মুখ্যমন্ত্রীকে স্লোগান ঘিরে প্রবল রাজনৈতিক তরজা

Narendra Modi : সকাল ১০ টায় রাজ্যে পা রাখার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আপাতত পরিবর্তিত পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই দেখার।

ABP Ananda Last Updated: 30 Dec 2022 03:17 PM
Vande Bharat Express Live Updates : মমতাকে জয় শ্রীরাম স্লোগান, বিজেপিকে কটাক্ষ কুণালের

বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রী রাম স্লোগান।কুণাল ঘোষের কটাক্ষ 'কাল কা যোগী' বলেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি বিজেপি শিবিরকে আক্রমণ করে তাঁর কটাক্ষ, 'রামকে নিয়ে অসভ্যতা করছে বিজেপি। সব কিছুরই একটা স্থান-কাল-পাত্র রয়েছে। আর বিজেপি তো বন্দে ভারতকে আসলে ধন্দে ভারতে পরিণত করেছে।' 

West Bengal Corona Update : চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা

শিলান্য়াসের ১২ বছরেরও বেশি সময় পর চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। মা মারা যাওয়ায় কলকাতায় না এসে, গুজরাত থেকেই ভার্চুয়ালি মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর উদ্যোগেই। 

Vande Bharat Express Live : মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম স্লোগান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রী রাম স্লোগান। গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেছেন, 'রামের নাম নিতে কারোর কোনও সমস্যা নেই। কিন্তু বিজেপি ছ্যাবলামো করছে। তৃণমূল চাইলে গলা টিপে দিতে পারে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। কিন্তু বিজেপি এমন একটা দল, যাঁরা সৌজন্যের যোগ্য নয়।'

Vande Bharat Express Live Updates : 'নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রী রাম স্লোগান।  শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওঁকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওঁকে পরে ঘরে বসে দেখতে হবে। একইরকমভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।'

Vande Bharat Express Live : প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে জোকা-বিবাদী বাগ মেট্রো, জানালেন প্রধানমন্ত্রী

জোকা-বিবাদীবাগ মেট্রোরও সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,  প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ হচ্ছে। ইতিমধ্যেই জোকা-তারাতলা রুট তৈরি। এর ফলে শহরের লোকের ইজ অফ লিভিং আরও বাড়বে।

Vande Bharat Express Live Updates : নেতাজি জন্মজয়ন্তীতেও মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান

এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী।

Vande Bharat Express Live : মঞ্চে উঠলেন না মমতা

বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে রাজ্যপাল, রেলমন্ত্রী। উপস্থিত শুভেন্দু, নিশীথও। মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। প্ল্যাটফর্মে থেকেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ।

Vande Bharat Express Live Updates : চাকা গড়াল বন্দে ভারতের

সাড়ে ৭ ঘণ্টায় সমতল থেকে পাহাড়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা বন্দে ভারত এক্সপ্রেসের। শুরু জোকা-তারাতলা মেট্রো পরিষেবাও। 

Vande Bharat Express Live : ভারতের বিকাশের জন্য ভারতীয় রেলের বিকাশ অত্যন্ত প্রয়োজন : মোদি

ভারতের বিকাশের জন্য ভারতীয় রেলের বিকাশ অত্যন্ত প্রয়োজন। রেলকে অত্যাধুনিক করতে তাই ভারত সরকার বদ্ধপরিকর। বন্দে ভারত, তেজস, ভিস্টা ডোম আরও বাড়ছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Vande Bharat Express Live Updates : সবুজ পতাকা নেড়ে বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সবুজ পতাকা নেড়ে বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Vande Bharat Express Live : মুখ্যমন্ত্রীকে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। যদিও অনেক বোঝানোর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উঠলেন না মঞ্চে। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।

Vande Bharat Express Live Updates : হাওড়া স্টেশনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

কিছুক্ষণ পরই বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু। ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Vande Bharat Express Live : হাওড়া স্টেশনে পৌঁছে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

হাওড়া স্টেশনে পৌঁছে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভার্চুয়ালি বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের সফর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যেই হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Vande Bharat Express Live Updates : ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,  ইতিমধ্যেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস

ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  ইতিমধ্যেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া স্টেশন চত্বর। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। 


হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। 

Narendra Modi Live : চলছে মায়ের শেষকৃত্য, শেষের পর নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাঁধীনগরে চলছে নরেন্দ্র মোদির মা হীরাবেনের শেষকৃত্য। শেষের পর নির্ধারিত অনুষ্ঠানসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। আমদাবাদ থেকে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে নমামি গঙ্গে প্রকল্পে যোগ। সবেতেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। 

Vande Bharat Express Live : রাজ্য সফর বাতিল, ভার্চুয়ালি সব অনুষ্ঠানেই যোগ দেবেন মোদি

মায়ের মৃত্যু, রাজ্য সফর বাতিল প্রধানমন্ত্রীর। ভার্চুয়ালি যদিও সব অনুষ্ঠানেই যোগ দেবেন মোদি।

Vande Bharat Express Live Updates : শেষকৃত্যের পথে হীরাবেনের দেহ

শেষকৃত্যের পথে হীরাবেনের দেহ। গাঁধীনগরে হবে শেষকৃত্য। যা শেষের পরই প্রধানমন্ত্রীর পরের কর্মসূচি নিয়ে মিলবে নিশ্চিত তথ্য।

Vande Bharat Express Live : প্রধানমন্ত্রী না এলেও আসছেন কেন্দ্রীয় দল

প্রধানমন্ত্রী না এলেও রাজ্যে আসছেন কেন্দ্রীয় দল। মায়ের মৃত্যুর জেরে বাংলায় আসতে না পারলেও ভার্চুয়ালি নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন যাবতীয় অনুষ্ঠানে।

Vande Bharat Express Live Updates : যান চলাচলে বিধিনিষেধে কী ছাড় ?

আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ করার কথা ছিল। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। 

Vande Bharat Express Live : কিছুক্ষণের মধ্যে আমদাবাদ পৌঁছবেন মোদি, সেখানে মায়ের শেষকৃত্যে অংশ নেবেন

কিছুক্ষণের মধ্যে আমদাবাদ পৌঁছবেন মোদি, সেখানে মায়ের শেষকৃত্যে অংশ নেবেন। শেষকৃত্য কোন পথে এগোয়, তার ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর বাকি দিনের কর্মসূচি। 

Vande Bharat Express Live Updates : হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝে তিনটি স্টেশনে থামবে অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন। বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন স্টেশন হয়ে বিহারের বারসই স্টেশন ছুঁয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিনই চলবে এই ট্রেন।

Vande Bharat Express Live : গার্ডেনরিচে গঙ্গা কাউন্সিলের বৈঠকও সম্ভবত ভার্চুয়ালি

গার্ডেনরিচে গঙ্গা কাউন্সিলের বৈঠকেও মুখোমুখি হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকও হতে পারে ভার্চুয়ালি। যদিও তা পিছিয়ে যাবে কি না, সে নিয়েও তৈরি ধোঁয়াশা।

প্রেক্ষাপট

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। ভোর সাড়ে তিনটেয় প্রয়াত প্রধানমন্ত্রীর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৭টা নাগাদ আমদাবাদে পৌঁছবেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর সূত্রের। এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। 


'পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সবসময়ই একটা বিশেষ ব্যাপার', 'আগামীকাল ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন', '৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজ', 'উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে', বাংলায় আসার আগে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 'পশ্চিমবঙ্গে কর্মসূচিগুলির প্রধান কেন্দ্রবিন্দুতে যোগাযোগ ব্যবস্থা', 'হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত।এক্সপ্রেসের যাত্রার সূচনা, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাসও করা হবে, ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আপাতত পরিবর্তিত পরিস্থিতিতে কী হয় সেদিকেই নজর থাকবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.