সুনীত হালদার, হাওড়া : এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে! হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।


কখন ছাড়বে ট্রেন 
শুক্রবার সকালে হয়ে গেল তার ট্রায়াল রান। এদিন  সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর ১২ টা ৩৫-এ অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট।


আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া। তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।  



আরও পড়ুন : 


এই তিনরাশিকে কখনই বিরক্ত করে না শনিদেব, নিয়ম মেনে চললে ঘটে প্রাপ্তিযোগও


আগেই হাতের নাগালে চলে এসেছে পাহাড়। বন্দে ভারতের সৌজন্য়ে, এখন মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যায় নিউ জলপাইগুড়ি। বন্দে ভারতের ফাইল ভিস হাওড়া থেকে ছেড়ে সাঁ করে নিউ জলপাইগুড়ি চলে যাচ্ছে। 
লাইব্রেরিকে বলা আছে। এবার, খুব শিগগির হাতের মুঠোয় আসতে চলেছে পুরীর সমুদ্র কিংবা বারাণসী। সূত্রের খবর, নতুন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালানোর জন্য় রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে। 


সেই তালিকায় রয়েছে, 



  • হাওড়া - পুরী

  • হাওড়া - কটক 

  • হাওড়া - বেনারস

  • হাওড়া - পটনা

  • নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়। 


বন্দে ভারতের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।  রেল সূত্রে খবর, সম্প্রতি ভোপাল থেকে দিল্লি গামী একটি বন্দে ভারত এক্সপ্রেস প্রথমবার সেই স্পিড ছুঁয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য় বন্দে ভারতের সর্বোচ্চ স্পিড ১০০ থেকে ১১০ কিমি।  রেল সূত্রে খবর, সেমি হাইস্পিড এই এক্সপ্রেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হল রেল ট্র্য়াক। উপযুক্ত ট্র্য়াক এবং তার রক্ষণাবেক্ষণ সবথেকে ইমপরট্য়ান্ট। মাটি নরম হলে, কিম্বা আবহাওয়া অনুকূল না হলে ট্রেনের গতি বাড়ানো সম্ভব নয়।


রেল সূত্রে দাবি, এরাজ্য়ের ক্ষেত্রে, রেল ট্র্য়াকে বেশ কিছু সমস্য়া রয়েছে। যেমন কিছু জায়গায় রেললাইনে বেআইনি যাতায়াত ও জবরদখল। রেললাইনের ওপর দিয়ে হাঁটছে কিছু জায়গায় লেভেল ক্রসিং নেই।  সেখানে অবাধে পায়ে হেঁটে রেললাইন পারাপার হয়।  কিছু জায়গায় জবর দখলের কারণে ফেন্সিং দিতে বাধার মুখে পড়তে হতে পারে।  তার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে ট্র্য়াকের কাজ।  রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত সমস্য়ার সমাধানের কাজ করা হয়েছে।  রেল ট্র্য়াকের সমস্য়া মিটে গেলে খুব শিগগির রাজ্য় থেকে একাধিক রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস।  


আরও পড়ুন :


ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?