অর্ণব মুখোপাধ্যায়, তুহিন চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পরিকল্পনা সারা। বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। পুরসভা সূত্রের খবর, আগামী সপ্তাহে ব্লু-প্রিন্ট জমা দেবে দুই সংস্থা। চূড়ান্ত হয়ে গেলে, বাবুঘাট সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হবে একটি সংস্থাকে।
বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে, এবার সেই দৃশ্যেরই অবতারণা হতে চলেছে বাবুঘাটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গা আরতির জন্য জায়গা চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। বাবুঘাটে, যেখানে দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই ঘাটটিকেই গঙ্গা আরতির জন্য চূড়ান্ত করা হয়েছে।
পুরসভা সূত্রে প্রকাশ করা হয়েছে এই দুটি ছবি। এটি বাবুঘাটের এখনকার ছবি। গঙ্গা আরতির জন্য এই ঘাট প্রস্তুত হয়ে গেলেন, তা কেমন দেখতে লাগবে, সেই ছবিও প্রকাশ করেছে পুরসভা।
এছাড়াও গঙ্গার ঘাটে যে গঙ্গা মূর্তি বসানো হবে এবং গঙ্গা আরতির জন্য প্রদীপ ও কর্পূরদানিও ঠিক করে ফেলা হয়েছে। পরিকল্পনা আছে, গঙ্গা আরতির জন্য যে ঘাটটি নির্দিষ্ট করা হয়েছে, তার দু-পাশে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গায় প্রদীপ ভাসাতে পারবেন ভক্তরা।
ঠিক ২০ দিন আগে, বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় কলকাতা পুরসভা। মিলেনিয়াম পার্ক থ্রি এবং বাবুঘাটের ২টি জায়গা পরিদর্শন করেন মেয়র। তারই ভিত্তিতে বেছে নেওয়া হয় বাবুঘাটকে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, গঙ্গা আরতির জন্য কীভাবে বাবুঘাটকে সাজিয়ে তোলা হবে, সে জন্য আগামী সপ্তাহেই ২টি সংস্থা, নীল নকশা জমা দেবে। তার মধ্যে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে একটি সংস্থাকে।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারণসীতে গঙ্গা আরতি দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। বারাণসীর গঙ্গার তীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বারবার এই ভূমিকায় দেখা গেছে! কয়েকমাস আগে উত্তরপ্রদেশ সফরে গিয়ে বারণসীর গঙ্গা আরতি দেখে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বারাণসীর ধাঁচে এবার কলকাতায় গঙ্গা আরতি। তৃণমূলকে নকল-কটাক্ষ বিজেপির। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপিকে একবন্ধনীতে ফেলে সমালোচনায় সরব হয়েছে সিপিএম।
আস্থা-ভক্তি মনের বিষয় তার সঙ্গে রাজনীতির যোগসূত্রই নেই। কিন্তু গত কয়েকবছরে ভারতীয় রাজনীতিতে বারবার কৌশলে রাজনীতির সঙ্গে ধর্মকে জড়িয়ে দিয়ে ভোট টানার অভিযোগ উঠেছে! চড়া হিন্দুত্ব বনাম নরম হিন্দুত্ব, এই ইস্য়ু বারবার জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। এই আবহেই কলকাতায় শুরু হচ্ছে গঙ্গা আরতি।