নয়া দিল্লি : রবিবার নাগপুরে (Nagpur) এইমস-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বাবধানে মহারাষ্ট্র দ্রুত গতিতে উন্নতি করছে বলে মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি একাংশ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুর চড়ান।


তাঁর মুখে উঠে আসে ডবল ইঞ্জিন সরকারের কথা । এ প্রসঙ্গে তিনি বলেন, "যেভাবে মহারাষ্ট্র এবং কেন্দ্র একযোগে কাজ করল, তা প্রমাণ করে কত দ্রুত ডবল ইঞ্জিন সরকার কাজ করতে পারে। এই সরকারের লক্ষ্য, পরিকাঠামো উন্নয়ন করা। এই প্রথম দেশে এমন কোনও সরকার আছে, যারা পরিকাঠামো প্রকল্পে মানবিকতা দেখাচ্ছে।" 


এরপরই উদ্বোধনী অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি একাংশ রাজনৈতিক নেতাকে একহাত নেন। বলেন, "যেসব রাজনৈতিক নেতা শর্টকাট নিচ্ছেন, তাঁরাই দেশের সবথেকে বড় শত্রু। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করতে চায়, তারা সরকার গড়তে পারবে না। তাঁদের উদ্দেশে আমার আবেদন, আপনারা উন্নয়নের গুরুত্ব বুঝুন।"


২০১৭ সালের জুলাই মাসে এই হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। ১,৫৭৫ কোটি টাকায় এটি নির্মাণ করা হয়েছে। এছাড়া নাগপুরে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওয়ান হেল্থ-এর ভিত্তিপ্রস্থরও স্থাপন করেন তিনি। 


কিন্তু কী এই ওয়ান হেল্থ ?


ওয়ান হেল্থে মানব শরীরের সঙ্গে পশু ও পরিবেশের সংযোগের কথা বলা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি ১১০ কোটির বেশি টাকায় তৈরি করা হবে। 


প্রসঙ্গত, আজ দিনের শুরুতেই তিনি নাগপুর পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। 


এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিশানা করেন বিরোধীরাও। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন বিরোধী শিবিরের প্রতিনিধিরা। গত পাঁচ বছরের হিসেব চান সরকারের কাছে। তাতেই জানানো হয়েছে, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশযাত্রায় খরচ হয়েছে ২৩৯ কোটির কিছু বেশি টাকা। সংসদের শীতকালীন অধিবেশেন এমনই হিসেব দেয় কেন্দ্রীয় সরকার।


কেন্দ্রীয় মন্ত্রী জানান, জাতীয় স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অপরাধ, সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্বমঞ্চে নিজের মতামত তুলে ধরতে পেরেছে ভারত।"


আরও পড়ুন ; পাঁচ বছরে মোদির বিদেশ শহরে খরচ ২৩৯ কোটি, সংসদে জানাল কেন্দ্র