রুমা পাল, কলকাতা : উপাচার্য নিয়োগ (Vice Chancellor Recruitment) নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের। সমস্ত বিশ্ববিদ্যালয় (University) নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি আনন্দ বোসের (CV Ananda Bose)। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের 'কফি টেবিলে বসার' বার্তার পরই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। কিছুদিন দিন আগেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত মেটাতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
সেখানে একদিকে যেমন রাজ্যপালকে নতুন করে আর অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ না করতে বার্তা দেওয়া হয়েছিল, তেমনই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে কফি টেবিলে বসে আলোচনার। দেশের সর্বোচ্চ আদালতের যে বার্তার কিছুদিন পরই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। এবার দেখার, রাজ্যপালের চিঠির পাল্টা কী উত্তর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) তরফ থেকে। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত কাটার মতো কোনও বৈঠক নিকট ভবিষ্যতে হয় কি না, সেদিকেও রয়েছে নজর।
উপাচার্য নিয়োগ ঘিরে তৈরি হওয়া জটিলতা ও মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, মামলা বিচারাধীন থাকাকালীনও ১২ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এটা ঠিক নয়। এরপরই এই নিয়ে সি ভি আনন্দ বোসের বক্তব্য জানতে চেয়ে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বক্তব্য, একটা বা দুটো নাম আছে যা মুখ্যমন্ত্রী ও আচার্য দু'জনের কাছেই গ্রহণযোগ্য। আদালত তাঁদের (উপাচার্য) নিয়োগ দিতে পারে। যার পরই বরফ ভাঙতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে একসঙ্গে বসে আলোচনার পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। তখন রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছিলেন, আমরা (রাজ্য সরকার) আচার্যকে বৈঠকের জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর আসেনি।
আরও পড়ুন- কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন