সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পানীয় জলের (drinking water) দাবিতে পুরুলিয়া-জামশেদপুর (purulia) ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা (villagers)। সকাল ৯টা থেকে অবরোধের জেরে জাতীয় সড়ক (National Highway) অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস। 


কী ঘটেছিল?
সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। হঠাতই সকাল ৯টা নাগাদ পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কের উপরে অবরোধ শুরু শিমুলিয়া গ্রামের বাসিন্দাদের। দাবি একটাই। পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। এই অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস, দুর্ভোগে পড়তে হয় অফিসযাত্রীদের। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে গেলে তাদের শুধু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টা চলার পর টামনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অবশেষে তাঁদের আশ্বাসে অবরোধ উঠে যায়। বস্তুত, রাজ্যের নানা প্রান্তেই পানীয় জলের দাবিতে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। গত নভেম্বরে যেমন এই ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির ধনেখালি।


মাসদুয়েক আগে উত্তপ্ত ধনেখালি..
নভেম্বর মাসের ঘটনা। হুগলির ধনেখালিতে নলকূপ সারানোর দাবিতে বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূল প্রধানকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান। পানীয় জল না মেলার অভিযোগে বালতি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভে সামিল হন মহিলারাও। হুগলির ধনেখালির তৃণমূল পরিচালিত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে চলে গ্রামবাসীদের বিক্ষোভ। অভিযোগ ছিল, মাস ছয়েক ধরে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের একমাত্র নলকূপটি। পঞ্চায়েতে বার বার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বেলমুড়ির বাসিন্দারা জানান, একটা কল ৬ মাস ধরে খারাপ। প্রধান কোনও আশ্বাস দেননি। এমনকি কলের নম্বরও জানেন না। অথচ তাঁর দাবি, কল সারানো হয়ে গিয়েছে। বেলমুড়ির বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু বলেন, 'প্রধানের কাছে কোনও তথ্য নেই, গ্রামবাসীরা ৬ মাস আগে দরখাস্ত করেছে কাজ হয়নি।' পাল্টা ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস বলেছেন, 'অলরেডি টিউবওয়েল তৈরি করতে দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি'। বেলমুড়ির তৃণমূল অঞ্চল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গ্রামবাসীদের নিয়ে রাজনীতি করছে'। তার ঠিক আগের মাসে, জোড়াবাগান এলাকায় পুরসভার পানীয় জল সরবরাহ ৩ দিন ধরে বন্ধ ছিল। চূড়ান্ত সমস্যায় পড়েন বিডন স্ট্রিট, কোম্পানি বাগান, নিমতলা স্ট্রিট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তিনদিন ধরে গঙ্গার জল সরবরাহ বন্ধ। দেখা দিয়েছিল জলসঙ্কট। জল সঙ্কট নিয়ে শনিবার প্রতিবাদে বিডন স্ট্রিট ও রবীন্দ্র সরণি ও নিমতলা স্ট্রিটের সংযোগস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন:বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে