আশাবুল হোসেন, কলকাতা :  পঞ্চায়েত ভোটের আগে সোমবার তৃণমূলের কর্মী সম্মেলন। নজরুল মঞ্চে আজ প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীরা। সকলের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 'দিদির দূত' অ্যাপের কথা। 


রাজনৈতিক মহলের ধারণা, ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন,  অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। 


দুয়ারে সরকার -এর পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’। এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ' এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস'। 


গ্রামে গ্রামে গিয়ে নেতারা রাত্রিবার করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিলেন। বললেন, ' নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে' । তৃণমূল নেত্রী বললেন, ' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা। 


আরও পড়ুন :


' অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি', আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ববিতার


দুয়ারে সরকারের মাধ্যমে আগেই মানুষের দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, মানুষ সব সুবিধে পাচ্ছে কি না , তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে। যদিও তিনি বললেন, ' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'। 


তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এর পাশাপাশি, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায়, তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী।