কলকাতা: কালীঘাটকাণ্ডের (Kalighat) জের, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে (Bibek Sahay)। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পেলেন আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র‍্যাঙ্ক। ব্যারাকপুরের (Baracpore) নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে। চন্দননগরের (Chandannagar) নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি। 


কখনও বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা, কখনও আবার আদিগঙ্গা পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছনোর চেষ্টা। বারবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। এর পর গত ৪ জুলাই সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়ে এক সন্দেহভাজন। হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 


মুখ্যমন্ত্রীর বাড়ি, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তার আশপাশে ছত্রে ছত্রে পুলিশ। একদিকে বলরাম বসু ঘাট। অন্যদিকে কালীঘাট রোড। গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট মোড়া সিসি ক্যামেরায়। সর্বক্ষণ চলছে নাকা তল্লাশি। তারপরও, মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। প্রায় ৭ ঘণ্টা ঘাপটি মেরে বসে রইলেন!


শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠছে প্রশ্ন। এই ঘটনায় গতকাল হাফিজুলকে জেরা করে সিআইডি। 


মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনায়, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। যেখানে মাছি গলার কথা নয়, সেখানে একজন লোক কীভাবে ঢুকলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী ওই সময় ঘর থেকে বেরোলে, মাত্র দশ ফুট দূরেই ছিলেন ওই সন্দেহভাজন।


মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনার তদন্তে, গতকালই সিট তৈরি করল লালবাজার। জামার ভিতরে রড লুকিয়ে ওই ব্যক্তি কেন সেখানে গেছিলেন? তা খতিয়ে দেখবে সিট। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য জারি হয়েছে নতুন নির্দেশ।


আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের