কলকাতা : প্রতীক্ষার অবসান। আজ  অর্থাৎ মঙ্গলবার, SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কারাই বা  বাদ পড়বে? তা পরিষ্কার হয়ে যেতে পারে বেলা বারোটার আগেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। কিন্তু আপনার নামটি তালিকায় আছে কি না কীভাবে দেখবেন। দুটি ওয়েবসাইটের কথা জানিয়েছে কমিশন। যাঁরা নেট ব্যবহারে স্বচ্ছন্দ নন, কিংবা যাঁরা হাতে করে তালিকা দেখতে চান, তাঁর জন্য কমিশন আরও কয়েকটি ব্যবস্থা করেছে। BLO-র কাছ থেকেও জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। 

Continues below advertisement

আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। এছাড়াও জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা দেখতে পাবেন। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলই, জানিয়েছে কমিশন সূত্র। DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফ লাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার নাম, তালিকায় আছে কি নেই !  

যে ভোটারদের নাম তালিকায় নেই, তাঁদের শুনানিতে ডাকা হবে। শুনানির সময়  তাঁদের নিম্ন লিখিত নথিগুলির মধ্যে যে কোনও একটি নিয়ে যেতে হবে। যেমন -   

Continues below advertisement

রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনধারী হিসেবে পরিচয়পত্র, জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক অথবা অন্য কোনও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনে যে কোনও সংস্থা কর্তৃক জারি করা আবাসিক শংসাপত্র, বন অধিকার সার্টিফিকেট , কাস্ট সার্টিফিকেট, স্থানীয় প্রশাসন কর্তৃক পারিবারিক নিবন্ধন,  সরকার কর্তৃক জারি করা জমি বরাদ্দ বা বাড়ি বরাদ্দের শংসাপত্র, ডাকঘর, ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন বা যে কোনও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ১৯৮৭ সালের পূর্বের যে কোনো নথি । 

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কবে ?

১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।