West Bengal Live Blog: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ধুন্ধুমার, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল

WAQF Bill Protest: জেলা থেকে রাজ্য, সমস্ত খবর দেখে নিন এক নজরে

ABP Ananda Last Updated: 14 Apr 2025 11:49 PM

প্রেক্ষাপট

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাইকিংও করে পুলিশের। এরপরেই বিক্ষোভকারীদের হঠাতে ব্যাপক লাঠিচার্জ চালিয়েছে পুলিশ বলে অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। এরপরেই জোর উত্তেজনার তৈরি হয়...More

West Bengal News Update: আর জি করে ভাঙচুরের রাতে পুলিশের বয়ানের সঙ্গে মিলে গেল মুর্শিদাবাদের অশান্তিতে পুলিশি বয়ানের সঙ্গে!

মিনিমাম ফোর্স ব্য়বহার করা হয়েছে। আর জি করে ভাঙচুরের রাতে এমনই বলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখন মুর্শিদাবাদকাণ্ডে সেটাই শোনা গেছে, রাজ্য় পুলিশের DG রাজীব কুমারের গলায়। কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের একাংশ বলছেন, পুলিশে মিনিমাম কিম্বা ম্যাক্সিমাম ফোর্স বলে কিছু হয় না। যেরকম পরিস্থিতি তৈরি হয়, আইনের মধ্য়ে থেকে ঠিক সেই অনুযায়ী ব্য়বস্থা নিতে হয়।