কলকাতা: রাজ্যপালকে এখনই মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। শান্তির পরিবেশ তৈরি হয়েছে, এই অবস্থায় কেউ যেন না যান। 'আমিও যেতে পারতাম, ঠিক সময়ে যাব, সরকারের উপর ভরসা রাখুন। মণিপুর, ত্রিপুরা, অসমে যেতে বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 আরও পড়ুন, চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রীর ! কী বললেন ব্রাত্য বসু ?

ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনও বদল করা যাবে না। বোর্ড বা পর্ষদে আপাতত করা যাবে না কোনও নিয়োগ। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মামলার প্রেক্ষিতে আজ কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অন্য়দিকে, মুর্শিদাবাদে ওয়াকফ-হিংসা নিয়ে আজও তপ্ত বঙ্গ রাজনীতি। ঘরছাড়াদের নিয়ে রাজ্য়পালের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি, হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত মুর্শিদাবাদে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে নতুন করে অশান্তির খবর না এলেও, আপাতত মুর্শিদাবাদের সন্ত্রস্ত জায়গাগুলি থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল,সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে মুর্শিদাবাদের ওয়াকফ-অশান্তি নিয়ে এদিন হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বলে নথিভুক্ত হওয়া সম্পত্তিতে এখনই কোনও বদল ঘটানো যাবে না। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়ার মামলা নিয়ে, বৃহস্পতিবার একথা পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন উত্তাল দেশ..যখন আগুন জ্বলেছে বাংলার মাটিতে, তখন বুধবারের পর এদিনও সুপ্রিম কোর্টের দিকেই নজর ছিল সবার। সেখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানাল,মামলার পরবর্তী শুনানি হবে ৫ মে।

ততদিন পর্যন্ত, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, এখনই কোনও নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আজ একটা মামলার শুনানি ছিল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত, এখন যেভাবে চলছে, নতুন কিছু করা যাবে না। বা ওরকম ধরছেন কিছু একটা দিয়েছে।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)