দক্ষিণ ২৪ পরগনা: ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকাল পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়েছে প্রচুর গাড়ি।
অপরদিকে, ওয়াকফ অশান্তির জেরে অত্যাচারিত হয়ে মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া অনেকেই। সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল।মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন,'সেন্ট্রাল ফোর্স যখন থেকে আছে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারছি।'
সামশেরগঞ্জের বাতাস ভারী হয়েছে ভারী বুটের শব্দে। আর সেই বাতাসেই এখন বাঁচার অক্সিজেন পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘুম উড়ে যাওয়া কয়েকটা রাতের আতঙ্ক এখনও দরজায় কড়া নাড়ছে। আর তারই মধ্যে পরিস্থিতি বদল করার চেষ্টা করছে বিএসএফ। বাড়ির ছাদে কোথাও রাখা ইটের টুকরো, কোথাও পাথর, একটা দুটো নয়। কার্যত ডাঁই করে রাখা। স্তূপ বললেও বেশি বলা হবে না। ওপরে যে পাথরগুলো রয়েছে সেগুলো বিএসএফের তরফ থেকে সরিয়ে দিতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পাথর যেগুলো বিএসএফের অভিযোগ, এখানে জমা করে রাখা হয়েছিল।
BSF আধিকারিক বলেছেন, 'যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনিই বুঝে নিন বিল্ডিংয়ের ওপর পাথর কেন রাখা হয়েছে।আপনি তো বুঝতেই পারছেন।' আপনারা কি সেটাই এখন সরাচ্ছেন? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে, BSF আধিকারিক জানিয়েছেন, আমরা সরাব না। ওনাদের দিয়েই সরানো হবে। যারা স্থানীয় বাসিন্দা আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করুন। স্থানীয় যারা আছেন তাঁদেরকে বলুন যে এইসব পাথর যেন সরিয়ে দেয়।' বিএসএফ যখন এই ভূমিকা পালন করছে, তখন সামশেরগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)