'সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানি' দিয়ে ভিডিও বানিয়েছিলেন। এবার কলকাতা থেকে গ্রেফতার ওয়াজাহাত খান। ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওয়াজাহাত খান নামক ব্যক্তিকে সোমবারই গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ওয়াজাহাত খান নামক ব্যক্তিই পুণের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। আমহার্স্ট স্ট্রিটের কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হল তাঁকে। তাঁর বিরুদ্ধে সারা দেশে ও রাজ্যে অনেকগুলি অভিযোগ দায়ের হয়েছে। বারবার তাঁকে হাজিরার নোটিসে পাঠালেও পুলিশের কাছে যাননি তিনি। দিঘা-হাওড়ায় গিয়েও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে ওয়াজাহাত ধরা পড়ল আমহার্স্ট স্ট্রিট অঞ্চল থেকে। 

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে গল্ফ গ্রিন থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ব্যক্তিই শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, যার ভিত্তিতে গ্রেফতার হন শর্মিষ্ঠা। সোমবার (৯ জুন, ২০২৫) আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ওয়াজাহাতকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসের ১৯৬(১)(এ)/২৯৯/৩৫২/৩৫৩(১)(সি) ধারায় ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুণেতে আইন পাঠরত ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে ওয়াজাহাতের অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছিলেন ওয়াজাহাত।

ওয়াজাহাতের গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিজেপির নিশানা বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ওজাহাতের গ্রেফতারি নিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সরকারকেই নিশানা করেছেন। সোমবার, তিনি এক্স- হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, কলকাতা পুলিশ ওয়াজাহাতকে তার অপরাধের জন্য গ্রেফতার করেনি ... তাকে নীরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে, কারণ অসম ও হরিয়ানা পুলিশ, হিন্দুদের নিশানা করে ওয়াজাতের আপত্তিকর পোস্টের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর করেছে । মালব্য আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি, তেমনি তিনি ওয়াজাহাত খানকেও বাঁচাতে পারবেন না। ন্যায়বিচার হবে এবং আইনের জয় হবে। যারা ঘৃণা ছড়ায় তাদের কোনও রাজনৈতিক সুরক্ষা রক্ষা করতে পারবে না। ' 

উল্লেখ্য, ওয়াজাহাত খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় কলকাতায়। মামলাকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াজাহাত খান।