কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের। ৬টি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের।


সিতাই বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হলেন হরিহর রায় সিংহ। মাদারিহাট বিধানসভা থকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে বিকাশ চম্প্রমারি।
নৈহাটি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন পরেশ নাথ সরকার। হাড়োয়া বিধানসভায়  কংগ্রেস প্রার্থী করা হয়েছে হাবিব রেজা চৌধুরীকে। মেদিনীপুর বিধানসভা  কংগ্রেসের টিকিট পেয়েছেন শ্যামল কুমার ঘোষ। তালডাংরা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হয়েছেন তুষারকান্তি ষন্নিগ্রহী। ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা।


 ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ,তৃণমূল এবং বামেরা।  ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট।তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। 'পরে জানানো হবে' বলে বামেদের তরফে ঘোষণা হয়েছে।রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন, 'এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে।'


তালডাঙরা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে মনিকুন্তল খামরুইকে (সিপিআই প্রার্থী) টিকিট দিয়েছে বামেরা।  মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।  


১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা।


আরও পড়ুন, ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, আগামীকাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ


সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি,হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।