নদিয়া: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। মূলত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করেছে শাসক দল।এবার এই কেন্দ্রে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক । কালীগঞ্জ বিডিও অফিসে বৈঠক CEO মনোজ কুমার আগরওয়ালের । বৈঠকে ছিলেন নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকরা । অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আলোচনা মুখ্য নির্বাচনী আধিকারিকের। ১৯ জুন ভোটগ্রহণ, ভোটের ফলঘোষণা ২৩ জুন । ভোটে অশান্তি রুখতে তৎপর কমিশন।

আরও পড়ুন, উঠবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বুধের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে ! ৯ জেলাকে সতর্কতা IMD-র

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।  কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাতের দুটি কেন্দ্র কাদি ও বিসাবদর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে ২৩ জুন। 

গত বিধানসভা ভোটে.. গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন । 

'পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কী হয়, সবাই জানে..' বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মানুষ ভোট দিতে পারলে, তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি নির্বাচন কমিশন তৈরি করে, তাহলে তো ভোট দিতে পারবে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কী হয়, সবাই জানে। আবার সাধারণ নির্বাচনে কী হয়, সবাই জানে। অতএব উপনির্বাচন নিয়ে কারও কোনও বিশেষ আগ্রহ নেই। ওখানে ৫৬.০৭ শতাংশ মুসলিম ভোট আছে, সংখ্যালঘু ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে, যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং সামশেরগঞ্জ করতে পারবে। তাকেই ভোট দেবে।'