কলকাতা: বিধানসভা নির্বাচনকে (WB Assembly Election 2026) পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস। 


নতুন কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের: একুশের বিধানসভা ভোটের আগে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃতীয়বার ক্ষমতায় এসে তা চালু করেন তিনি। পর্যবেক্ষকদের মতে, মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার এই প্রকল্প, একের পর এক নির্বাচনে ব্য়াপক ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এবার সামনে ২০২৬-এর  বিধানসভা ভোট। সেখানেও কি লক্ষ্মীদের ভরসাতেই ভোটবাক্সে লক্ষ্মীলাভের অঙ্ক কষছে তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি।

তৃণমূল সূত্রে খবর, পয়লা এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নতুন কর্মসূচি 'অঞ্চলে আঁচল'। রাজ্যের সব ব্লক, পুর এলাকায় ৫টি করে সভা হবে। চলবে ১৫ মে পর্যন্ত। অন্যদিকে, 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা' কর্মসূচি চলবে ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে' এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এরাজ্যে মোট ভোটারের সংখ্যা, ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। তার মধ্য়ে মহিলা ভোটারের সংখ্য়া, ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। অর্থাৎ মোট ভোটারের ৪৯.২ শতাংশ বা অর্ধেক বলা যায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কন্য়াশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা বার্ধক্য় ভাতার মতো একাধিক প্রকল্প চালু করেছে। স্বাস্থ্যসাথী স্মার্টকার্ড করা হয়েছে গৃহকর্ত্রীদের নামে। পর্যবেক্ষকদের একাংশের মতে, এর সুফলও পেয়েছে তারা। গত কয়েকবছরে মহিলা ভোটের বড় অংশই গেছে তৃণমূলের ভোটবাক্সে। এবার সেই ভোটব্য়াঙ্ককেই টার্গেট করছে বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, "বিজেপিশাসিত জায়গায় এই প্রকল্প চলছে। এখানে সব ক্ষেত্রেই ঘোটালা। অনেক আছে সধবা হয়ে বিধবা পাচ্ছে। আমরা আসলেও করব। ডবল হবে।'' ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষে গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবধি মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস।