কলকাতা: করোনা (COVID Situation) আবহে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2021) নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এ বার তীব্র কটাক্ষ বঙ্গ বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। করোনার মধ্যে গঙ্গাসাগর মেলা করার পিছনে মমতার রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।


করোনা পরিস্থিতিতে মেলার আয়োজন নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন সুকান্ত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতার বিরুদ্ধে ফের মুখ খোলেন তিনি। সুকান্তর কথায়, ‘‘হিন্দু বিরোধী তকমা থেকে বাঁচতেই গঙ্গাসাগর মেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী।’’ এতে বিপদ আরও বাড়বে বলে মনে করছেন তিনি।


এর আগেও, গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ খুলেছিলেন সুকান্ত। তাঁর অভিযোগ ছিল, ‘‘এই মুহূর্তে মানুষের জীবনের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু চক্ষুলজ্জায় গঙ্গা সাগর মেলা বন্ধ করতে পারছে না রাজ্য সরকার। বড়দিনের পর থেকেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত রাজ্যে। বড় দিন বন্ধ করতে পারেনি বলে, এখন গঙ্গাসাগর মেলা বন্ধ করতে চক্ষুলজ্জায় বাঁধছে।”


আরও পড়ুন: Mamata Banerjee: কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন, বললেন মুখ্যমন্ত্রী


ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সকলকে সতর্ক করেন তিনি। আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে না আনা গেলে, কড়াকড়ি আরও বাড়বে বলে জানান তিনি। প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, মানুষকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন মমতা।


তবে এমন পরিস্থিতিতেও গঙ্গাসাগর মেলা নিয়ে পিছু হটছে না রাজ্য সরকার। বরং ই-স্নান, ই-দর্শনের ব্যবস্থা করে ভিড়ে লাগাম টানার কথা হাই কোর্টে জানিয়েছে তারা। তবে মেলা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ মমতা নিজেই জানিয়েছেন, করোনার প্রকোপে কাবু ভারত সেবাশ্রমের সদস্যরাও। এ বছর গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছা সেবক যাবে না সেখান থেকে। তাই মেলাস্থলে বিধিনিষেধ কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।