নয়াদিল্লি: পঞ্জাবের   ভাতিন্দায়  কনভয় আটকে পড়ার ঘটনা সম্পর্কে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিস্তারিত তথ্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাষ্ট্রপতি ভবনে যান নরেন্দ্র মোদি। দুজনের মধ্যে বেশ খানিক্ষণ কথা হয়। সূত্রের খবর, নিরাপত্তায় গাফিলতির জন্য উদ্বেগ প্রকাশ করেন রামনাথ কোবিন্দ।  উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও এই ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।  প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি। তিনি বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল যাতে সঠিকভাবে পালন করা হয়, তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেছেন,  ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি এড়াতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে কোবিন্দের সঙ্গে মোদির একটি ছবি পোস্ট করে ট্যুইটে লেখা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে গতকাল পঞ্জাবে তাঁর কনভয়ে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির ব্যাপারে অবগত হয়েছেন। তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।


প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিতর্ককে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছেন, দেশের শীর্ষ পদে আসীন ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনও আপস করা উচিত নয়। তিনি বলেছেন, এ ব্যাপারে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।


অন্যদিকে, এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। তিনদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপি-র ইস্তফা দাবি বিজেপির। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধিদল। পাঞ্জাবের ফিরোজপুরে গতকাল সভা ছিল প্রধানমন্ত্রীর। সভাস্থলে যাওয়ার সময় ভাতিন্দার কাছে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। অন্যদিকে এই ঘটনায় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন এক আইনজীবী। শুক্রবার এই আবেদনের ওপর শুনানি হবে।


পাঞ্জাবের ফিরোজপুরে বুধবার সভা ছিল প্রধানমন্ত্রীর। সভাস্থলে যাওয়ার সময় ভাতিন্দার কাছে আটকে পড়ে প্রধানমন্ত্রীর  কনভয়।