কলকাতা: পরিবহণ দফতরের বৈঠকে আপাতত কাটল জট। কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হচ্ছে (Bus Strike Postponed)। পুলিশি জুলুমের অভিযোগে ৩ দিনের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠন। 

বাস ভাড়া বৃদ্ধি ও পুলিশি জুলুমবাজি বন্ধ-সহ একাধিক দাবিতে ৩ দিন বাস ধর্মঘট ডাকে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল মিনিবাস অ্য়াসোসিয়েশন। মঙ্গলবার পরিবহণ ভবনে বৈঠক ডাকেন পরিবহণ সচিব। বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ভিডিও কনফারেন্স হয়। বৈঠক নিয়ে হতাশ বাস মালিক সংগঠন। জট কাটাতে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বাস মালিক সংগঠন। অবশেষে কাটল জট। আপাতত এই বাস ধর্মঘট হচ্ছে না। 

ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "ধর্মঘট ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রশ্ন হল আমরা কী পেলাম? এই যে স্পেশাল অ্যান্টি পলিউশন সেকশন রাস্তায় বেরিয়ে ৫০০ টাকা করে তোলে, সেটা হবে না। বিভিন্ন ট্রাফিক সার্জেন্টরা যেভাবে অত্যাচার করেছে, তাঁদের ডেকে নিয়ে সাসপেন্ড করা হবে।'' পাশাপাশি ভাড়া বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। 

এবিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে অনেক দিন ধরেই আমরা বৈঠক করেছি। পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি। যেসব সমস্যা সমাধান করা দরকার তা সমাধানে উদ্যোগীও হয়েছি। মূলত দুটি সংগঠন মিলে ধর্মঘট ডেকেছিল। গতকাল DG-র সঙ্গে কথা হয়। তাদের যে দাবিগুলি রয়েছে, আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি সরকার তাদের সঙ্গে রয়েছে। যাত্রীদের পাশাপাশি বাস মালিক, ড্রাইভার সহ অন্যান্য কর্মীদের চাহিদাকেও গুরুত্ব দিয়েছি। বাস অ্যাসোসিয়েশনের প্রতি অনুরোধ রইল, ড্রাইভারদের কাউন্সেলিং করান, যাতে দুর্ঘটনা কমানো যায়।''